শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান পার্লামেন্টে তোপের মুখে ইমরান খান

ওমর শাহ: পার্লামেন্টের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে ‘নিন্দা প্রস্তাব’ পেশ করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

গত বুধবার পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান পার্লামেন্টের সমালোচনা করে বলেছিলেন, ওই পার্লামেন্টের ওপর ‘অভিশাপ’ যে পার্লামেন্ট একজন অপরাধীকে দলের প্রধান নিয়োগ করে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার পার্লামেন্টে বৈঠকে ইমরান খানের তীব্র সমালোচনা করে তাকে সংসদীয় কমিটির মুখোমুখি দাঁড় করার দাবি জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেন, যে ব্যক্তি পার্লামেন্টের বিরুদ্ধ ‘অভিশাপ’ দেয় সে তার সম্মান বৃদ্ধি করে না বরং নিজেকে ‘বাজারি’ প্রমাণ করে। আরেক বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ বলেন, আপনাদের মুখে ‘ইস্তেফা’ শব্দ শুনে বড় কষ্ট লাগে। পার্লামেন্টেকে অবমাননাকারীদের পাকিস্তানে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের পদত্যাগেও কিছু যায় আসে না।

নিন্দা প্রস্তাবটি পেশ করেন মুসলিম লীগের নেতা ইঞ্জিনিয়ার বালিগুর রহমান। প্রস্তাবনায় বলা হয়, আমরা ইমরান খান ও শেখ রশীদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তারা পার্লামেন্টের পবিত্রতাকে ক্ষতিগ্রস্থ করেছেন। পার্লামেন্ট জনগণের নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতীক।

এদিকে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ হওয়ার পরই এক টুইট বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। তিনি নওয়াজ শরীফ ও খাজা আসিফকে পার্লামেন্টের ধ্বংসকারক আখ্যা দিয়ে বলেন, পার্লামেন্টকে ‘অভিশাপ’ শব্দটি অনেক হালকা। যা বলতে চেয়েছিলাম তা আরও কঠিন। পার্লামেন্ট শুধু একটি ভবনের নাম। পার্লামেন্টে চোরদের মাফিয়া বসে গেছে। আমি কীভাবে ওই পার্লামেন্টেকে সম্মান করবো যেখানে অপরাধীরা বসে আছে। সূত্র: জিও নিউজ উর্দু ও ভয়েস অব আমেরিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়