উপল বড়–য়া : যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার সকল স্কুলে ঐচ্ছিক বিষয় হিসেবে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল পড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য সিনেট। সকল প্রকার প্রাইভেট ও পাবলিক স্কুলে প্রচলিত বাইবেলের সাথে হিব্রু বাইবেলও পড়ানো হবে।
সমসাময়িক ও তৎকালীন জীবন ঐতিহ্যকে উপলব্ধির জন্য এই কোর্সের মাধ্যমে ছাত্রদেরকে বাইবেলের বিষয়বস্তু, চরিত্র, কবিতা ও বাইবেলীয় আইন সম্পর্কে ধারণা দেওয়া হবে। কোর্সটির স্পন্সর হবে রাজ্য সিনেট। বর্তমানে বিলটি সিনেটের শিক্ষা কমিটিতে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিলটির উপর কোন প্রকার বিতর্কের তারিখ ধার্য্য করা হয়নি। দ্য হিল