শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৮:২৫ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চের মধ্যেই দেশ উন্নয়নশীল দেশের সমকক্ষ হবে: প্রধানমন্ত্রী

হ্যাপী আক্তার: ২০১৮ সালের মার্চ মাসেই বাংলাদেশ ইউএনসিডিপি এর ত্রি বার্ষিক পর্যালোচনা সভায় এলডিসি হতে উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে উন্নয়শীল দেশের সকপক্ষ হবে।

বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। টেকশই অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের সমস্ত প্রচেষ্টা অব্যহত রয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও তার কর্ম পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের ধারবহিকতা ধরে রাখার কারনে সমগ্র বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

আজ বুধবার দু’দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) উদ্বোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে উন্নিত করার লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার রুপকরণ ২০২১ এবং জাতিসংঘে ঘোষিত লক্ষ্যমাত্র ২০৩০ অর্জন করতে হবে। এজন্য সরকার কাজ করছে। জাতীয় উন্নয়নের সকলের সাহায্য কামনা করেন তিনি।

ব্যাক্তি খাতকে গুরুত্বপূর্ণ মনে করে সরকার এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ ১০০টির অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। তার সাথে অন্যান্য অবকাঠামোতে কাজ করছে। এরই লক্ষ্যমাত্রা অর্জনের উন্নয়ন পরিকল্পনা ‘বিডা’ গঠন করা হয়েছে। কৃষিতে সাফল্য অজর্ন করতে উৎপাদন মুখী কৃষি পদ্ধতির ওপর জোর দেওয়া হচ্ছে।
সূত্র : বাংলাদেশ টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়