ওমর শাহ: ইউরোপের একটি বিখ্যাত সরকারি বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ওপর হিজাব ও রোজা রাখায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্লাস চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী রোজা রাখতে পারবে না বলে অভিভাবকদের চিঠি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার কারণে স্কুল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বৃটিশ গণমাধ্যম জানায়, পূর্ব লন্ডনের নিউহোম শহরে অবস্থিত সেন্ট স্টেফান প্রাইমারি স্কুলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্কুলের নির্ধারিত ইউনিফর্ম স্বেচ্ছায় পরিবর্তনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় স্কুল কর্তৃপক্ষ।
অভিভাবকদের পাঠানো চিঠিতে বলা হয়, পড়াশোনা অবস্থায় শিশুদের যেন রমজানের রোজা রাখতে দেওয়া না হয় এবং রোজা অবস্থায় শিক্ষার্থীদের স্কুলেও পাঠানো না হয়। স্কুলটির চেয়ারম্যান অব গভর্নর আরেফ কভী শিক্ষাবিভাগকে লিখিত প্রস্তাবে বলেন, স্কুলের প্রস্তাবনা বাস্তবায়নে যেন শিক্ষা বিভাগ যথাযথ উদ্যোগ গ্রহণ করে। তিনি বলেন, শিক্ষার্থীরা ছুটি পালনকালীন সময়ে রোজা রাখতে পারবে। তবে পড়াশোনা চলকালীন সময়ে নয়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্যরক্ষা ও নিরাপত্তা দেওয়ার স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব।
জবাবে শিক্ষাবিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের রোজা রাখা না রাখা ও হিজাব পরিধান করার সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিগত বিষয়। তবে শিক্ষাবিভাগ থেকে স্কুলের ইউনিফর্মের ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। এ নির্দেশনা অনুসরণ করা স্কুর কর্তৃপক্ষেরও দায়িত্ব। সূত্র: আল আরাবিয়া