আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে সিপিবির সভাপতিম-লীর সদস্য হায়দার আকবর খান রনো আরও বলেন, এ সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখা গেছে, পুলিশ ভোট দিচ্ছে, ভোটের আগের রাতে সিল মারা হয়ে যাচ্ছে, এসব যেন না হয় আগামী নির্বাচনে। আমরা ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করিনি, কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি কেউ না চাইতেই তারা তুলে দিয়েছিল।
হায়দার আকবর খান রনো বলেন, আমরা একাদশ নির্বাচনে অংশগ্রহণ করব, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের জোরাল দাবি হচ্ছে, টাকার খেলা বন্ধ করতে হবে। সম্ভবত আমরা এবার নির্বাচন করব। আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচন করব। কিন্তু নির্বাচনের আগের রাতে যদি সিল মারা হয় তাহলে সেই নির্বাচনটা অর্থহীন হবে। গতবার যে পদ্ধতি বা ব্যবস্থায় নির্বাচন হয়েছিল এবারও একই কাঠামোতে নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করব কিনা পরে বলব।