শিরোনাম
◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হওয়া জরুরি: মেনন

এম এ আহাদ শাহীন: সমাজের উন্নয়নে প্রতিটি পুরুষের পাশাপাশি প্রতিটি নারীর ভূমিকা থাকতে হবে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পড়ালেখার পাশাপাশি নারী শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হওয়া বর্তমানে খুবই জরুরি।

রোববার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজের প্রতিটি উন্নয়নে নারীদের অংশীদার হতে আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, তোমাদেরকে এই দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। দেশের দায়িত্ব নিতে আর আমরা নয় এবার বলতে হবে আমি দায়িত্ব নিব।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি রেখেছেন। এর ফলে বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের উপস্থিতি এখন ৪৭ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নানা ধরণের কুচকাওয়াজ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: আব্দুল মান্নান।

সভাপতিত্ব করেন মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার শাহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়