শিরোনাম
◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হওয়া জরুরি: মেনন

এম এ আহাদ শাহীন: সমাজের উন্নয়নে প্রতিটি পুরুষের পাশাপাশি প্রতিটি নারীর ভূমিকা থাকতে হবে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পড়ালেখার পাশাপাশি নারী শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হওয়া বর্তমানে খুবই জরুরি।

রোববার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজের প্রতিটি উন্নয়নে নারীদের অংশীদার হতে আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, তোমাদেরকে এই দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। দেশের দায়িত্ব নিতে আর আমরা নয় এবার বলতে হবে আমি দায়িত্ব নিব।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি রেখেছেন। এর ফলে বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের উপস্থিতি এখন ৪৭ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নানা ধরণের কুচকাওয়াজ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: আব্দুল মান্নান।

সভাপতিত্ব করেন মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার শাহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়