শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু সংস্কৃতিতে মিশতে না পারলে ভারত ছাড়তে হবে মুসলিমদের: বিজেপি বিধায়ক

আবু সাইদ: যে মুসলিমরা হিন্দু সংস্কৃতিতে মিশে যেতে পারবেন, তাঁরাই শুধু  ভারতে থাকবেন বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। উত্তর প্রদেশের বালিয়া জেলার এই বিজেপি নেতা বলেছেন,  ভারতে দেশপ্রেমিক মুসলমানের সংখ্যা খুবই কম। ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তাঁরাই শুধু এ দেশে থাকবেন যাঁরা আমাদের সংস্কৃতিতে পুরোপুরি মিশে যেতে পারবেন। যাঁরা তা পারবেন না তাঁরা অন্য দেশে আশ্রয় নিতে পারেন।

২০২৪-এর মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বীরেন্দ্রর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবতার পুরুষ। ২০২৫-এ আরএসএস ১০০ বছর পূর্ণ করবে, ২০২৪-এর মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হবে। ঈশ্বরের ইচ্ছায় ভারত সুপার পাওয়ার হয়ে উঠবে, প্রধানমন্ত্রী মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে। ভারত শুধু বিশ্ব গুরুই হবে না, ২০২৪-এর মধ্যে হিন্দু রাষ্ট্রও ঘোষিত হবে।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সম্পর্কে তাঁর কটাক্ষ, রাহুলের ২ রকম মূল্যবোধ, একটি ইতালীয়, অপরটি ভারতীয়। তাই  তিনি কখনও ভারতীয় চিন্তাধারার বাহক হয়ে উঠতে পারবেন না। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার জন্য হরেকরকম স্লোগান আবিষ্কার করতে পারেন কিন্তু দেশকে শক্তিশালী করে তোলার জন্য যে ক্ষমতা ও মূল্যবোধ লাগে তা তাঁর নেই।-টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়