শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু সংস্কৃতিতে মিশতে না পারলে ভারত ছাড়তে হবে মুসলিমদের: বিজেপি বিধায়ক

আবু সাইদ: যে মুসলিমরা হিন্দু সংস্কৃতিতে মিশে যেতে পারবেন, তাঁরাই শুধু  ভারতে থাকবেন বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। উত্তর প্রদেশের বালিয়া জেলার এই বিজেপি নেতা বলেছেন,  ভারতে দেশপ্রেমিক মুসলমানের সংখ্যা খুবই কম। ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তাঁরাই শুধু এ দেশে থাকবেন যাঁরা আমাদের সংস্কৃতিতে পুরোপুরি মিশে যেতে পারবেন। যাঁরা তা পারবেন না তাঁরা অন্য দেশে আশ্রয় নিতে পারেন।

২০২৪-এর মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বীরেন্দ্রর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবতার পুরুষ। ২০২৫-এ আরএসএস ১০০ বছর পূর্ণ করবে, ২০২৪-এর মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হবে। ঈশ্বরের ইচ্ছায় ভারত সুপার পাওয়ার হয়ে উঠবে, প্রধানমন্ত্রী মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে। ভারত শুধু বিশ্ব গুরুই হবে না, ২০২৪-এর মধ্যে হিন্দু রাষ্ট্রও ঘোষিত হবে।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সম্পর্কে তাঁর কটাক্ষ, রাহুলের ২ রকম মূল্যবোধ, একটি ইতালীয়, অপরটি ভারতীয়। তাই  তিনি কখনও ভারতীয় চিন্তাধারার বাহক হয়ে উঠতে পারবেন না। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার জন্য হরেকরকম স্লোগান আবিষ্কার করতে পারেন কিন্তু দেশকে শক্তিশালী করে তোলার জন্য যে ক্ষমতা ও মূল্যবোধ লাগে তা তাঁর নেই।-টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়