জাকারিয়া হারুন : ২০১৮ সালের বিশ্ব ইজতেমার প্রথম দফা টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশকে সফল করতে প্রস্তুত প্রশাসন। ইতোমধ্যে বিশ্ব ইজতেমার সব কিছু সফলভাবে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো ইজতেমা ময়দান।
টঙ্গীর নদীর তীর এখন মুসুল্লিদের পদভারে মুখরিত। দলে দলে দেশ-বিদেশ থেকে আসছেন মুসল্লিরা। শুক্রবার অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। নামাজে টঙ্গী ও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা
বিশ্ব ইজতেমায় আগত বেশ কয়েকজন মুসল্লির সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, মাওলানা সাদের আগমন বা ফিরে যাওয়াতে ইজতেমায় কোন প্রভাব পড়েনি। সরেজমিন দেখা গেছে, টুপি, জুব্বা, পাঞ্জাবি পরিহিত বিভিন্ন বয়সী মানুষের ¯্রােত এখন টঙ্গীর তুরাগমুখী। কেউ বাসে-মিনিবাসে চড়ে কেউবা ট্রেনে চড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে আসছেন। পুরো ইজতেমা ময়দান যেন এক জনসমুদ্র। খিত্তায় খিত্তায় চলছে রান্নাবান্না, তাসবিহ তাহলিল ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা।
উল্লেখ্য, এবারের ইজতেমায় প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।