শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনইপিসি’র বাংলাদেশ কার্যালয়ের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: চীনের অন্যতম বৃহৎ পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ফাস্ট নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডর (এনইপিসি) বাংলাদেশ কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর রাজধানীর গুলশানে এনইপিসি’র বাংলাদেশ অংশের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক রয় লিও চ্যাংগিং এনইপিসি’র ঢাকা অফিস উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কার্যালয় প্রসঙ্গে এনইপিসি’র বাংলাদেশ অংশের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক রয় লিও চ্যাংগিং বলেন, বাংলাদেশের পাওয়ার সেক্টরের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এনইপিসি ঢাকায় নিজস্ব অফিস খুলেছে। লিও বলেন, এনইপিসি বর্তমানে পটুয়াখালীর পায়রা বন্দরে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট নির্মাণ করছে। যা হবে বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

উল্লেখ্য, এই মেগা প্রোজেক্ট এর পাশাপাশি এনইপিসি বর্তমানে সিরাজগঞ্জ ও ঘোড়াশালে আরও চারটি পাওয়ার প্লান্ট নির্মাণের কাজ করছে। এছাড়া নির্মাণ শেষ করেছে ৩৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিবিয়ানা ২, ৩৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেঘনা ঘাট ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সিরাজগঞ্জ ইউনিট ১ বিদ্যুৎ কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়