শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২০ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়নাতদন্তে ২০১৭’র বাংলাদেশ

ইমতিয়াজ মেহেদী হাসান : ক্যালেণ্ডারের পাতায় ‘গত’ হয়ে যাচ্ছে ২০১৭। যুক্ত হচ্ছে নতুন বছর, ২০১৮। ভালো-খারাপ মিলিয়ে ‘সদ্য’ হতে যাওয়া বছরে ছিল নানান ঘটনা, যা আমাদের আলোচনাকে করে তুলেছিল প্রাণবন্ত। চায়ের দোকানের টংয়ের পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াতেও ভাইরাল হওয়া সেসব বিষয়ের উল্লেখযোগ্য অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ব্লু হোয়েল : বছরের শেষের দিকে আলোচনায় আসে ব্লু  হোয়েল গেম।  এর কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। ফেসবুকে প্রচারণা চালানো হয়, এই গেমে ব্লাকমেইলের মাধ্যমে ভিকটিমকে আত্মহত্যায় প্ররোচনার কথা। এতে করে  মানুষের মাঝে ‘ব্লু হোয়েল’ নিয়ে নানা ধরনের কৌতুহল সৃষ্টি হয়। পরে জানা যায়, এই গেমের কারণে কারো মৃত্যুই হয়নি।

রোহিঙ্গা অনুপ্রবেশ :  মিয়ানমারে সেনাবাহিনী ও উশৃঙ্খল বৌদ্ধ অনুসারীরা মুসলিমদের ওপর নির্যাতন শুরু করে। এতে ২৫ আগস্টের পর রাখাইন রাজ্য থেকে এ দেশে রোহিঙ্গারা পালিয়ে আসতে শুরু করে। তাদের ওপর জুলুম-নির্যাতনের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

মুক্তামনি : সাতক্ষীরার ১২ বছরের শিশু মুক্তামনি। তার দেহে মার্বেলের মত একটি ছোট গোটা দেখা দেয়। এরপর এটি বাড়তে থাকে। একসময় তার আক্রান্ত ডানহাত একটি ছোট আকারের গাছের গুড়ির রুপ নেয়।  এতে পঁচন ধরার পাশাপাশি পোকাও জন্মেছিল। গনমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী তার চিকিৎসা ভার গ্রহণ করেন।

চিকুনগুনিয়া :  বছরের এপ্রিল-মে মাসে রাজধানীতে অনেকেই জ্বরে আক্রান্ত হন। শুরুতে  ভাইরাস জ্বর কিংবা ডেঙ্গু মনে করা হলেও হাতে-পায়ের গিটে প্রচণ্ড ব্যাথা এবং দীর্ঘদিন দুর্বল করা এই জ্বরের নাম চিকুনগুনিয়া। ফেসবুক-গণমাধ্যমে সবচেয়ে আলোচিত শব্দ হয়ে যায় চিকুনগুনিয়া। এই মশা তাড়াতে ব্যর্থতার অভিযোগে রাজধানীবাসী দুই মেয়রকে লালকার্ড দেখানোর মতো কর্মসূচি পালন করে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : ২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হন জান্নাতুল নাঈম এভ্রিল। পরে নির্বাচন প্রক্রিয়া এবং বিজয়ীর বৈবাহিক অবস্থা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।এতে কেউ ছিলেন এভ্রিলের পক্ষে, আবার কেউবা বিপক্ষে। পরে এভ্রিলকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। থেমে থাকেনি তবুও তর্ক-বিতর্ক। বিজয়ীর দাঁতে সমস্যা, বয়ফ্রেন্ডের সঙ্গে আপত্তিকর ছবি আছে সমালোচনায় মেতে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।

বড় ছেলে :  ফেসবুক এবং ইউটিউবে আলোচিত ছিল ঈদে প্রচারিত হওয়া নাটক ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অপূর্ব এবং মেহজাবিন। এতে একটি মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং যুগলের অসম্পূর্ণ ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সব শ্রেণি পেশার মানুষ আগ্রহ নিয়ে নিয়ে নাটকটি দেখে, পাশপাশি ফেসবুকে রিভিউও লেখে।

না ফেরার দেশে নায়ক রাজ : বাংলাদেশের জন্য আগস্ট মাসকে নক্ষত্র হারানোর মাস বলা যায়। এবছরের ২১ আগস্ট সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। পরদিন তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

রংপুরে হিন্দুদের উপর হামলা : ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।  ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ফেসবুকের পাশাপাশি বিশ্ব মিডিয়াতেও আলোচনার ঝড় উঠে।

মেয়র আনিসুল হকের মৃত্যু : এমন শোকের মাতম ফেসবুকে আর চোখে পড়েনি। যেমনটা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুর পর। তার মৃত্যু খবর দেশে পৌঁছলে ভার্চুয়াল দুনিয়ার পাশাপাশি রিয়েল লাইফেও শোকের মাতম শুরু হয়। রঙ বদলানোর পাশাপাশি টাইমলাইন পরিণত হয় শোকবইয়ে।কে নেই সেই দলে? সাধারণ মানুষ, লেখক, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চলচ্চিত্র পাড়ার মানুষ সবাই সামিল এক কাতারে। সবার মুখেই ছিল এক কথা, বড় অসময়ে চলে গেলেন তিনি।

তাহসান-মিথিলা : বছরের অন্যতম আলোচিত বিষয় ও বিচ্ছেদের খবর হলো তারকা দম্পতি তাহসান- মিথিলার। এই দম্পতি একসঙ্গে ১১ বছর পার করেছিলেন। তাদের আয়রা নামে একটি কন্যা সন্তানও রয়েছে। বনিবনা না হওয়ায় তারা দু’জনই তাদের ডিভোর্সের বিয়ষটি মিডিয়াকে জানান। কিন্তু তাদের ভক্তরা তাদের খবরটি একেবারেই মেনে নিতে পারেননি। এমনকি এ নিয়ে ফেসবুকে ‘তাহসান-মিথিলার ডিভোর্স চাই না’ শিরোনামে গ্রুপ খোলেন। শাহবাগে জড়ো হয়ে তাদের বিচ্ছেদ রুখে দেয়ার জন্য ইভেন্টও খোলেন। কিন্তু কোন কিছুতেই সে স্রোত আটকায় না। তারা আলাদা হয়ে ‘একক’ জীবনযাপন করছেন।

রোবট সোফিয়া:  ৬ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল ৪ দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এতে অংশ নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিল তথ্য প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার ও  মানবিক গুণসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া। যাকে একনজর দেখতে এবং তার সঙ্গে সেলফি তুলতে হাজার হাজার মানুষ মেলায় উপস্থিত হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব ছিল সব শ্রেণি-পেশার মানুষ।

ড.মাহফুজুর রহমানের গান : বিশেষ দিবসে সবারই বিশেষ কিছু করার ইচ্ছা থাকে। সেই ইচ্ছা থেকে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গেল ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় একক সংগীত অনুষ্ঠানে অংশ নেন। যেটি তার মালিকানাধীন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হয়। গান প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সিদ্দিকুর রহমান : ২০ জুলাই রাজধানীর শাহবাগে পরীক্ষার রুটিনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ছয়জন আহত হয়। এর মধ্যে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দুটো চোখ ফেটে যায়। তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে তার ডান চোখে আলো ফেরার সম্ভাবনা নেই এবং বাম চোখের অবস্থাও ভালো না বলে জানান দেশের চিকিৎসকরা। পরে এ ব্যাপারে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসরা তাকে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠান।  বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার অন্ত ছিল না। পরে সিদ্দিকুরকে দেয়া কথানুযায়ী তাকে সরকারি চাকরি দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শাকিব-অপু: চলতি বছরে ফেসবুক এবং মিডিয়া অঙ্গনের আলোচনার অন্যতম বিষয় ছিলো তারকা দম্পতি শাকিব-অপু প্রসঙ্গ। প্রথমে বিয়ের খবর আর বছরের শেষে বিচ্ছেদী সুর। বিবাহিত এই দম্পতির বিচ্ছেদ হয়নি ঠিকই, কিন্তু সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। ডিভোর্সের কাগজ শাকিব পাঠিয়েছেন অপুর কাছে। তিন মাস পেরুলেই, ভিন্ন কিছু না ঘটলে, কার্যকর হবে এই বিচ্ছেদ। শাকিব ঘর ভাঙার ব্যাপারে শতভাগ প্রস্তুত থাকলেও, অপু বরাবরই বলছেন তিনি শাকিবের সঙ্গে সংসার করতে চান।

রেইনট্রি হোটেলে তরুণী ধর্ষণ : বছর জুড়ে আলোচনার তালিকায় থাকা অন্যতম বিষয় ছিল রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা। যা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। প্রভাব খাটিয়ে অপরাধ লুকানোর চেষ্টাও করে অভিযুক্তরা। তবে পার পায়নি তারা। অনেক জল ঘোলা করে আসামিরা এখন বিচারের কাঠগড়ায়।

বনানীর এই ধর্ষণকাণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত ছিল বনানীর হোটেল দ্য রেইনট্রি ও আপন জুয়েলার্স। কারণ ধর্ষণের ঘটনাস্থল ছিল হোটেল দ্য রেইনট্রি। অন্যদিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত প্রধান আসামি সাফাত আহমেদ হচ্ছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে। ধর্ষণের মামলার সঙ্গে হোটেল রেইনট্রি ও আপন জুয়েলার্সের সার্বিক কার্যক্রমও আলোচনায় আসে।

প্রধান বিচারপতির পদত্যাগ : ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়। তারা এস কে সিনহার পদত্যাগের দাবিও তোলেন। সেসময় তার বিভিন্ন ‘দুর্নীতি’র কথাও আলোচিত হয়। পরে এক মাসের বেশি ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর বিদেশে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। ছুটি শেষে ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরের দিন ১০ নভেম্বর পদত্যাগপত্রটি বঙ্গভবনে এসে পৌঁছায়।

তাসকিনের বিয়ে : ৩১ অক্টোবর ক্রিকেটার তাসকিন বিয়ের পিঁড়িতে বসেন। এ খবর শোনার পর থেকে তার মেয়ে ভক্তরা রীতিমত কান্নার পসরা সাজিয়ে বসেন। ফেসবুকে স্ট্যাটাস দেয়ারি পাশাপাশি খুলতে থাকেন ‘তাসকিনের বিয়ে মানিনা’ নামে ইভেন্টও। সবমিলিয়ে ফেসবুকের টাইমলাইনে বিষয়টি ছিল ‘হট কেক’।

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য তালিকায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার বয়ে যায়।

দৃশ্যমান পদ্মাসেতু : রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হলেও ২০১৭ সালে বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয় ছিলো স্বপ্নের পদ্মাসেতু। সেপ্টেম্বরের ৩০ তারিখে স্বপ্ন বাস্তব হতে শুরু করে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে স্বপ্নের সেতুটি দৃশ্যমান হয়।

পেপাল : ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটলো ২০১৭ সালে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপালের ‘জুম সার্ভিস’।  ১৯ অক্টোবর দেশে পেপাল-জুম সার্ভিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই বিষয়টি নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনা হয়।

নাবিলা জানো? : এইতো ক’দিন আগেই রাজধানীর শাহবাগ, তেজগাঁও, সার্ক ফোয়ারা, কারওয়ান বাজার, মগবাজার, সাইন্সল্যাব এবং ধানমন্ডিসহ বেশ কিছু এলাকার দেয়াল লাল রঙের পোস্টারে ছেয়ে গিয়েছিলো। সেখানে সাদা হরফে লেখা ছিল-নাবিলা জানো? তার নিচেই একটু ছোট করে লেখা- একজন মুমূর্ষ রোবটের জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ (N+)। খুব দ্রুতই এই পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভাইরাল হয়ে ওঠে।

সাংবাদিক উৎপল নিখোঁজের ঘটনা : ১০ অক্টোবর রাজধানী থেকে একদল দুর্বৃত্ত চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার উৎপল দাসকে। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ ২ মাস ১০ দিন পর বাড়ি ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। কিন্তু ফিরে এলেও কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেননি তিনি। উৎপলের দাবি, টাকার জন্যই তাকে অপহরণ করা হয়।

‘সুবোধ’ তুই পালিয়ে যা : বেশ কয়েক মাস ধরেই রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ‘সুবোধ’ সিরিজের বেশ কিছু চিত্রকর্ম আঁকা হয়েছে। কে বা কারা রাতের আঁধারে অথবা দিনের আলোয় এসব আঁকছে তা কেউ জানে না। দেয়ালচিত্র বা এসব গ্রাফিতিতে দেখা যায় সুবোধের হাতে খাঁচা। তাতে বন্দী লাল বা হলুদ রঙের সূর্য। ছবি ভেদে ক্যাপশনে লেখা ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই’, ‘সুবোধ তুই পালিয়ে যা এখন সময় পক্ষে না’, ‘সুবোধ তুই পালিয়ে যা ভুলেও ফিরে আসিস না’, ‘সুবোধ, কবে হবে ভোর?’ ইত্যাদি। ধাপে ধাপে লেখাগুলো পর্যালোচনা করলে মনে হবে অন্ধকার থেকে আলোর পথে বা আলোর সন্ধানে ‘সুবোধ’ চরিত্রের একজন ছুটছেন। আবার প্রতীকী অর্থে ব্যবহার করা এ সুবোধ কোনো একজন ব্যক্তি নন। এটি সমাজ, রাষ্ট্র কিংবা জনগণকে ইঙ্গিত করে বৃহত্তর অর্থে বোঝানো হয়েছে। বলার চেষ্টা করা হয়েছে, সুবোধ চরিত্রটি খুব কষ্টে আছে।

তুহীনের ‘শিরোনামহীন’ ব্যান্ড ছাড়া : এটি ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। অক্টোবরে দেশের শীর্ষ স্থানীয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’ থেকে নিজেকে সরিয়ে নেন দলের ভোকাল তানযীর তুহীন। এ নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ১৬ ডিসেম্বর তুহীন ‘আভাস’ নামে আরেকটি ব্যান্ড দলের ঘোষণা দেন।

ফুটবলে সাউথ এশিয়ার সেরা বাংলাদেশের মেয়েরা : শামসুন নাহারের একমাত্র গোল ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনুর্ধ-১৫ ফুটবলে দক্ষিণ এশিয়ায় সেরা হয়েছে বাংলাদেশ।  বিষয়টি নিয়ে চায়ের থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই ব্যাপক আলোচনা হয়।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়