শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০১:২৮ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিটের পর পুরনো পাসপোর্টে ফিরে যাবে ব্রিটেন

কামরুল আহসান : ব্রেক্সিটের পর ঐতিহ্যবাহী পুরনো পাসপোর্টে ফিরে যাওয়ার ঘোষণা দিল ব্রিটেন সরকার। ২০১৯ সালের মর্চে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তাদের বর্তমান লাল পাসপোর্টটি বাতিল হয়ে যাবে। সেখানে ফিরে আসবে আগের পুরনো গাঢ় নীল পাসপোর্টটি।
ব্রিটেনের লোকজন পুরনো নীল পাসপোর্টটির সাথে পরিতি ১৯২০ সাল থেকে। কিন্তু, ইউরোপীয় ইউনিয়ন গঠনের পর ব্রাসেলস ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের পাসপোর্ট একইরকম হতে হবে। তখন তারা লাল পাসপোর্টটি বহাল করে। ব্রিটেনের আগের নীল পাসপোর্ট থেকে বাদ যায় তাদের রানীর কুলচিহ্ন এবং সেখানে যুক্ত হয় ইউরোপীয় ইউনিয়নের বারোটি স্টারমার্ক লগোচিহ্ন। ২০০৭ সালে রানীর উপাধি ‘হার ব্রিটেনিক ম্যাজিস্টি’ শব্দবন্ধটি বাদ দিয়েছে।
পাসপোর্ট পরিবর্তনের ঘোষণা দিয়ে অভিবাসনমন্ত্রী ব্র্যান্ডন লুইস বলেছেন, ‘এটা আমাদের সার্বভৌমত্বের কাছে ফিরে যাওয়া। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ আমাদের আবার আমাদের ঐতিহ্যের কাছে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে। ব্রিটেনের অধিবাসী হয়ে ব্রিটেনের একটা নিজশ্ব পাসপোর্ট থাকা একটা আইকনিক ব্যাপার।’ তিনি আরো বলেন, ‘সুতরাং ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রথম দিন থেকেই আমাদের নতুন পাসপোর্ট হয়ে যাবে, পাঁচ মাসের মধ্যেই তা আরো ভিন্নরকম হয়ে যাবে, আমরা আবার ফিরে যাব আমাদের গাঢ় নীল পাসপোর্টে।’ ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়