শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৩১ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের কর্পোরেট কর কমানোর বিলে মার্কিন সিনেটের সায়

মরিয়ম চম্পা : মার্কিন সিনেট ৫১-৪৮ ভোটে কর্পোরেট কর ব্যাপকভাবে কমানোর একটি বিল গতকাল পাস করেছে। বুধবার ওয়াশিংটন সময় ভোররাতে(রাত ১টা) ‘কর সংস্কার আইন’ অনুমোদনের মধ্যে দিয়ে কর ব্যবস্থায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সংস্কারের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বিলটি পাশের পর কর বিলের প্রধান সেন টম স্কোট বলেন, এটি মার্কিন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিজয়।
মঙ্গলবার মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসসে বেশ সহজেই উতরে যায় এই বিলটি। কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর সংস্কার বিলটিতে অনুমোদন পেতে সুবিধা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে চূড়ান্ত অনুমোদন পেতে হলে আরও কিছু প্রক্রিয়াগত জটিলতার নিস্পত্তি করতে হবে। সেজন্য আইনটিকে বুধবার আবারও নেয়া হয়েছে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে।
এদিকে, সব জটিলতা পেরিয়ে সংস্কার আইনটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়ে যাবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। যদি তাই হয়, তবে এটি হবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ আইনি বিজয়। বিলটি পাস হলে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২১ শতাংশে দাঁড়াবে।
দুই কক্ষে পাস হওয়ার পর ট্রাম্প সাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।
তবে সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের এই ব্যাপক আকারের কর সংস্কার আইন বাজেটে প্রায় এক লাখ ৪০ হাজার কোটি ডলারের ঘাটতি বাড়াবে এবং তা হবে যুক্তরাষ্ট্রের অতি ধনীদের জন্য খুবই সুবিধাজনক। পক্ষান্তরে মধ্যম আয়ের মানুষের জন্য হবে মরার উপর খারার ঘাঁ।
রিপাবলিকানদের মতে, সংস্কার আইনের মাধ্যমে কর কমিয়ে আনলে কর্পোরেশন, ক্ষুদ্র ব্যবসা এবং ব্যক্তিদের কাজে সুবিধা হবে। এতে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়