শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৮:৩৫ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংসাইডের গাড়ি আটকে এমপি সেলিমের রোষানলে ট্রাফিক পুলিশ! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শান্তিনগর বেইলিরোড মোড়ে ‘রং সাইড’ দিয়ে গাড়ি চালিয়ে যেতে চেয়েছিলেন সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিন।

তার গাড়িতে ‘সংসদ সদস্য’ স্টিকার দেখার পরও সামনে পথ আগলে দাঁড়ান সাহসী এক ট্রাফিক পুলিশের সদস্য। এমপি তখন তেড়ে আসেন পুলিশ সদস্যের দিকে। আর তখনই পথচারীর মোবাইল ক্যামেরায় শুরু হয় এ দৃশ্য ধারণ। পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গিয়ে গাড়ি ঘুরিয়ে স্থান ছাড়েন এই সংসদ সদস্য।

রোববার রাতের ঘটনা এটি। বেইলি রোড থেকে বেরিয়ে শান্তিনগরের দিকে উল্টোপথে যাবার চেষ্টা করেছিলো সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিনের গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৫০০০৩)। গাড়ির পেছনের সিটে বসা ছিলেন এমপি নিজে। সেখানে ডিউটিরত পুলিশের সদস্য গাড়িটির ঠিক সামনে দাঁড়িয়ে গিয়ে যেতে বাধা দেন। তখনই রাগান্বিত ভাবে তেড়ে আসছিলেন এমপি। তখন ট্রাফিক পুলিশের সদস্য তাকে সাইনবোর্ড দেখিয়ে বলেন, ‘সাইনবোর্ড-এ দেখেন লেখা আছে, এদিকে রংসাইডে যাওয়া যাবে না’।অন্যদিকে মোবাইলফোনে এ দৃশ্য ধারণ করছিলেন কয়েকজন। এ অবস্থা দেখে পিছু হটেন এমপি। গাড়িটি পেছনে ঘুরিয়ে নিয়ে চলে যান।

প্রত্যক্ষদর্শীর মোবাইলফোন থেকে ‘ট্রাফিক এলার্ট’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটি বেশ ছড়িয়ে পড়ে। কয়েক হাজার বার শেয়ার হতেও দেখা গেছে।

এমপি সেলিম গত নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার প্রবাসী এই নেতা এর আগে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। লন্ডনেই থাকেন বেশিরভাগ সময়। সূত্র : বাংলানিউজ ২৪

https://www.youtube.com/watch?time_continue=49&v=5On73naKrFM

  • সর্বশেষ
  • জনপ্রিয়