শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ০২:৩৫ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অনলাইনে তহবিল সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রবাসী ইরানিরা এ তহবিল যোগাড়ের চেষ্টা করছিলেন।

আমেরিকার ডেট্রয়েট শহরে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত নাগরিক ডাক্তার তোহিদ নাজাফি আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তিনি নিজে ফেইসবুকে একটি পেইজ খুলেছিলেন কিন্তু মার্কিন অর্থ মন্ত্রণালয় তা ব্লক করে দিয়েছে।

নাজাফি আগামী মাসের মধ্যে এক লাখ ১০ হাজার ডলার সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছিলেন। ফেইসবুকে পেইজ খোলার প্রথম দিনেই তিনি ১৫ হাজার ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলে জানান ডাক্তার তোহিদ। পরদিন সকালে ৮০ হাজার ডলার এবং বুধবার পর্যন্ত দুই লাখ ডলার জমা হয়েছে। কিন্তু মার্কিন সরকারের  নেতিবাচক পদক্ষেপের কারণে এখন এ তহবিল ইরানে পাঠানো সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

তহবিল সংগ্রহের জন্য ফেইসবুকে পেইজ খোলার প্রথম দিনেই ডাক্তার তোহিদকে বলা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নেয়া পর্যন্ত তিনি সংগৃহীত অর্থ ইরানে পাঠাতে পারবেন না।

ডাক্তার তোহিদের উদ্যোগের পরপরই নিউ ইয়র্কে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত সাংবাদিক তারা ক্যাঙ্গারলু ফেইসবুকে নতুন একটি পেইজ খুলে সাহায্যের আবেদন জানান এবং আধা ঘণ্টার মধ্যে দু হাজার ডলার জমা হয়। কিন্তু তাকেও একই বাধার মুখে পড়তে হয়েছে। তাকে বলা হয়েছে, "আপনি যে দেশের জন্য তহবিল সংগ্রহ করছেন তা অবরুদ্ধ এলাকার মধ্যে পড়ে।"

সর্বশেষ খবর অনুযায়ী, ইরানের সাম্প্রতিক ভূমিকম্পে ৪৩২ জন নিহত ও নয় হাজার ৩৮৮ জন আহত হয়েছেন। এছাড়া, ১২ হাজার ঘর-বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। -  প্রেসটিভি, পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়