শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০৮:০৩ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম দিনেই দুর্ঘটনার শিকার চালকবিহীন বাস সার্ভিস

মুফতি আবদুল্লাহ তামিম: যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে প্রথম দিনেই দূর্ঘটনার শিকার হয় একটি চালকবিহীন শাটল বাস। যাত্রিবাহী এই চালকবিহীন বাসটি একটি মানুষ চালিত লরির সাথে ধাক্কা লাগে। এতে বাসের যাত্রীদের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান পলিশ কর্মকর্তারা।

চালকবিহীন এই শাটল বাস সার্ভিসটি যুক্তরাষ্ট্রের পাবলিক রাস্তা ব্যবহারকারী প্রথম বাস সার্ভিস বলে জানা যায়। বিখ্যাত ফরাসি সংস্থা নাবার সহযোগিতায় এই বাসেটিতে উন্নত সিস্টেম ব্যবহার করা হয়। লন্ডনে তার প্রযুক্তি পরীক্ষাও করা হয়ছে বলে জানা যায়। চালকবিহীন এই শাটল বাস ১৫ জন যাত্রি বহন করে থাকে। ৪৫ কিলোমিটার সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম হলে ও সাধারণত ঘণ্টায় ২৫ কিলোমিটার ভ্রমণ করে।

লাস ভেগাস শহরের একটি মুখপাত্র বিবিসিকে জানায়, ছোট্ট একটি ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে। পরীক্ষার পর বৃহস্পতিবার শাটল বাসটি রাস্তায় ফিরে আসতে পারবে। সরকারী তথ্য কর্মকর্তা জ্যাক রেডকে দূর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, একটি গলি থেকে বের হয়ে আসছিলো লরিটি। চালকবিহীন বাস, ইঞ্জিন বন্ধ করলে ও মানব চালিত লরির চালক নিয়ন্ত্রণ করতে পারেনি লরিটাকে। তিনি বলেন দোষ ছিলো লরির চালকেরই। বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়