শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে অটোরিকশাকে বাসের চাপা, পা হারালেন তরুণী

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সরাইলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

[৩] বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] আহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

[৫] আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মীরপুরের লাল মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২১), তার শাশুড়ী আরজুদা বানু (৬৫), ভাসুর জজ মিয়া (৪২) রহিজ মিয়া (৩৫), সরাইলের কুট্রাপাড়ার মোতাহার মিয়ার স্ত্রী আসেদা বেগম (৩০) ও সিএনজি চালক সামিউল হক (২০)। এরমধ্যে মাহমুদা বেগমের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৬] আহতদের মধ্যে জজ মিয়া জানান, আমার মা আরজুদা বানু অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চান্দরা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে জেলা সদরে যাচ্ছিলাম। সাথে আমার মা ছাড়াও ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা ও ছোট ভাই রহিজ ছিল। পথিমধ্যে আরও এক নারী যাত্রী উঠেন। সিএনজিটি কুট্রাপাড়া এলাকায় আসলে সিলেটগামী সাগরিকা পরিবহনের যাত্রী বাস চাপা দেয়। এতে সবাই আহত হলে ৪ জনকে জেলা সদর হাসপাতালে এবং বাকিদের সরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৭] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়