শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে অটোরিকশাকে বাসের চাপা, পা হারালেন তরুণী

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সরাইলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

[৩] বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] আহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

[৫] আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মীরপুরের লাল মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২১), তার শাশুড়ী আরজুদা বানু (৬৫), ভাসুর জজ মিয়া (৪২) রহিজ মিয়া (৩৫), সরাইলের কুট্রাপাড়ার মোতাহার মিয়ার স্ত্রী আসেদা বেগম (৩০) ও সিএনজি চালক সামিউল হক (২০)। এরমধ্যে মাহমুদা বেগমের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৬] আহতদের মধ্যে জজ মিয়া জানান, আমার মা আরজুদা বানু অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চান্দরা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে জেলা সদরে যাচ্ছিলাম। সাথে আমার মা ছাড়াও ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা ও ছোট ভাই রহিজ ছিল। পথিমধ্যে আরও এক নারী যাত্রী উঠেন। সিএনজিটি কুট্রাপাড়া এলাকায় আসলে সিলেটগামী সাগরিকা পরিবহনের যাত্রী বাস চাপা দেয়। এতে সবাই আহত হলে ৪ জনকে জেলা সদর হাসপাতালে এবং বাকিদের সরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৭] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়