নিজস্ব প্রতিবেদক: [২] জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কে শ্রমিক বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
[৩] বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৪] তাদের উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৫] জানা গেছে, ওই শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ট্রাক করে কাজের মূল স্টেশনে ফিরছিলেন। পথে তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :