শিরোনাম
◈ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা রাশিয়ার ◈ পাকিস্তানী ঘাতকদের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক: জয় ◈ ঢাবিতে ইফতারের সময় গান-বাজনা, বাধা দেওয়ায় শিক্ষার্থীকে মারধর ◈ ভারতের কর্ণাটকে শিক্ষা ও চাকরিতে মুসলমানদের কোটা বাতিল ◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ন’টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করলেন মা

রাশিদুল ইসলাম: একসঙ্গে তিনটি বা চারটি, এমনকি পাঁচটি সন্তানের জন্ম দেওয়ার কথাও শোনা গেছে। কিন্তু একসঙ্গে ন’টি সন্তানের জন্ম দেওয়া বিরলের মতো বিরলতম ঘটনাই বটে। মরক্কোর বাসিন্দা সিজে একসঙ্গে নয় সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছেন। এই নয় সন্তানের মধ্য়ে পাঁচটি মেয়ে ও চারটি ছেলে। দি ওয়াল

মঙ্গলবার গিনেস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর দিয়ে লিখেছে গত ২০২১ সালের ৪মে মরক্কোর বাসিন্দা সিজে একসঙ্গে ন’টি সন্তানের জন্ম দেন। সময়ের আগেই ৩০ তম সপ্তাহে প্রসব হয় তার। গর্ভে ৯টি ভ্রূণ বড় হচ্ছে তা জানতেনও না সিজে। ডাক্তাররা ভেবেছিলেন সাত সন্তানের জন্ম দেবেন সিজে। কিন্তু পরে আলট্রাসাউন্ড করতে ধরা পড়ে একসঙ্গে ৯টি ভ্রূণ বড় হচ্ছে গর্ভে।

সিজার করে সিজের নয় সন্তানের জন্ম হয়। পাঁচ মেয়ে আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চার ছেলে ওমর, এলহাদজি, বাহ ও মোহাম্মদ। নয় সন্তানই সুস্থ আছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
একসঙ্গে নয় সন্তান একই গর্ভ থেকে জন্ম নিলে তাকে বলে ননুপ্লেটস। সাধারণত ননুপ্লেটসের জন্ম অতি বিরল ঘটনা। একসঙ্গে ন’টি ভ্রূণ গর্ভে জন্ম নিলেও তাদের বেশিরভাগই বাঁচে না। প্রসবের আগে বা প্রসবের সময় মারা যায়। কিন্তু মরক্কোর নারীর  ক্ষেত্রে ন’টি শিশুই সুস্থভাবে জন্ম নিয়েছে। ১৯৭১ সালে এমন ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। ফের ঘটল এ বছর। ডাক্তাররা বলছেন, এ সব ক্ষেত্রে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকে। শিশুরাও শারীরিকভাবে দুর্বল হয়। তবে সিজে ও তাঁর সন্তানদের ক্ষেত্রে তেমন কোনও জটিলতা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়