শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে ৫ কোটি টাকার আম বিক্রির লক্ষ্য নিয়ে শুরু ‘আম মেলা’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

মাজহারুল মিচেল: ‘নিজের বলার মতো গল্প’ ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমের রাজধানীখ্যাত চাপাইনবাবগঞ্জে শুরু হওয়া এ আমের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় তিনি স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন, নতুন প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীলতা কাজে লাগিয়ে উদ্যোক্তা জীবনকে দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে উদ্যোক্তারা নিজেদের সফলতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন।

এসময় মেলায় অংশ নেয়া উদ্যোক্তাদেরর মধ্যে ২০ নারী উদ্যোক্তাকে আগামী এক মাসের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়ার পাশাপাশি চারটি সুখবর দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ জানান, গত বছর চাপাইনবাবগঞ্জে আম মেলা থেকে আড়াই কোটি টাকার আম বিক্রি হবে। আর আগামী বছরের আম মেলা হবে নাটোরে।

রাজশাহীর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এবং জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বক্তব্য রাখেন।

এসময় আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, চালডাল সিইও জিয়া আশরাফ, নারী উদ্যোক্ত জারা জাবিন মাহবুব, এটু আই ই-কমার্স লিড রেজওয়ানুল হক জামি প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়