মাজহারুল মিচেল: আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে বুধবার (৩১ মে) এ সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইসিটি বিভাগের ও এর অধীন সংস্থা সমূহের প্রধানগণ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক অগ্রগতি তুলে ধরেন। বিভিন্ন সংস্থার প্রধানগণ সভার নির্দেশনা অনুযায়ী চলমান কার্যক্রম সম্পন্ন করার অঙ্গীকার করেন।
আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় আইসিটি বিভাগের বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে, এই অধিবেশনেই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে। বুধবার শুরু হতে যাওয়া এই অধিবেশনে পরদিনই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এমএম/এসএইচবি/এসবি২
আপনার মতামত লিখুন :