শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৪:২১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ৫৫৯ জন কর্মী ছাঁটাই মাইক্রোসফটের

মাইক্রোসফট

ইমরুল শাহেদ: সিয়াটেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের বেলেভ্যু ও রেডমন্ড দপ্তর থেকে এসব কর্মীদের ছাঁটাই করেছে এই টেক জায়ান্ট। এই নিয়ে সিয়াটেল অঞ্চলে ছাঁটাই হলো দুই হাজার ৭০০ কর্মী। চলতি বছরের শুরুতেই ১০ হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বর্তমান ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন স্টেট এমপ্লয়মেন্ট সিকিউরিটি ডিপার্টমেন্ট। ছাঁটাই হওয়া বেশির ভাগ কর্মীই হলো নিরাপত্তা বিভাগের। বিজনেস টুডে

মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রক্ষার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে সাপ্লাই চেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট আনুষঙ্গিক থেকে।  

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ ছাড়া কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নিজেদের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা ভাড়ায় দিচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ ও ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে।

শুধু মাইক্রোসফটই নয়, আর্থিক মন্দার শঙ্কায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর উপায় খুঁজছে। এরই মধ্যে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে মেটা, টুইটার, নেটফ্লিক্সসহ বেশকিছু প্রতিষ্ঠান। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কেবল চলতি বছরের মার্চেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। এর মধ্যে আমাজন থেকেই চাকরি হারিয়েছেন প্রায় ৯ হাজার কর্মী। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতন কমানোর পরিকল্পনাও করছে এই ই-কমার্স জায়ান্ট।

আইএস/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়