শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:৪১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগের চেয়ে তিনগুণ ঘৃণাভাষণ কমেছে টুইটারে, গ্রাফ-সহ দাবি ইলন মাস্কের

ইলন মাস্ক

ইমরুল শাহেদ: টুইটারে হেটস্পিচ বেড়ে যাওয়া নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করে এসেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মালিক ইলন মাস্ক । বারবারই বলেছেন, টুইটারে ছড়িয়ে পড়া বিদ্বেষ রুখতে সক্রিয় হতে হবে, নইলে ভবিষ্যতে তা খুব খারাপ একটা নজির তৈরি করবে। এবার মাস্ক দাবি করলেন, টুইটারে বিদ্বেষপূর্ণ মন্তব্যের সংখ্যা ইতোমধ্যেই এক তৃতীয়াংশ কমে গেছে। এই তথ্যের সপক্ষে তিনি কিছু ছবিও শেয়ার করেছেন টুইটারে এবং তিনি টুইটার টিমকে অভিনন্দনও জানিয়েছেন। দি ওয়াল

কীভাবে সম্ভব হল এমনটা? ইলন মাস্কের কথায়, ‘একদিনে সর্বোচ্চ কতগুলো টুইট করা যাবে, সেই সংখ্যাটা বেঁধে দেওয়ায় অনেকটা উপকার হয়েছে। এছাড়াও প্রায় হাজার দেড়েক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলো থেকে বিদ্বেষ ছড়াত। তাদেরও রিপোর্ট করা হয়েছে।’

প্রসঙ্গত, চলতি মাসেই মাস্ক ঘোষণা করেন, টুইটারের নতুন পলিসি হলো, ‘বাকস্বাধীনতা আছে, কিন্তু তা সর্বত্র পৌঁছে দেওয়ার স্বাধীনতা নেই। তাই টুইটার ঠিক করেছে, যে সমস্ত টুইটে হেটস্পিচ থাকবে, নেতিবাচক বক্তব্য থাকবে, সেইসব টুইটকে কোনওভাবেই প্রোমোট করা হবে না।’

কোনও ফিল্টার ছাড়াই নানা রকম সস্তার জোক এবং বৈষম্যমূলক কথাবার্তা প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছিল। সেসব দেখাশোনার জন্য এবার ‘কনটেন্ট মডারেশন কাউন্সিল’ বসিয়েছে টুইটার। স্পষ্টতই, বিজ্ঞাপনদাতাদের আত্মবিশ্বাস আরও বেশি বাড়ানোর জন্যই এই পদক্ষেপ মাস্কের।

আবার অন্যদিকে মাস্ক দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু বিতর্কিত ও ব্যান হওয়া টুইটার অ্যাকাউন্ট ফের চালু করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং কেনেই ওয়েস্টের অ্যাকাউন্টও রয়েছে তার মধ্যে। এই অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করা হয়েছিল বিদ্বেষী মন্তব্যের জন্যই।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়