শিরোনাম
◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনমতো ছবি তৈরি করতে চাইলে জানুন জেমিনি এআই-এর ৪টি গোপন কৌশল

বহুবার চেষ্টার পরও অনেকেই Gemini AI ব্যবহার করে মনমতো ছবি তৈরি করতে পারছেন না। এদিকে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা কোথায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু হাল না ছেড়ে আগে বুঝতে হবে কীভাবে নির্দেশ দিলে সহজেই সঠিকটা বুঝতে পারবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে নির্দেশ দিলে মুহূর্তেই মিলবে মনে মতো ছবি।

১. স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে আপনি কী চাইছেন। কেমন পোশাক, মুখভঙ্গির মতো সব বিষয় উল্লেখ করে দিতে হবে। ধরুন চাইছেন, বৃষ্টির মাঝে রেনকোট পরা ছবি। সেটাই ইংরাজিতে প্রম্পট করুন। লিখুন, ‘বৃষ্টির মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে একটি মেয়ে।’

২. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন চাইছেন তাও স্পষ্ট করে বলতে হবে Gemini AI-কে। ধরুন দিনের আলোয় প্রকৃতির মাঝে, নদীতে নৌকোয় বসা ছবি চাইছেন, তাহলে শুধু ‘আউটডোর’ লিখে সেরে ফেললেই হবে না। বিস্তারিত লিখুন, “ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে নৌকোয়।”

৩. ছবির মুড, আর্টিস্টিক স্টাইল, আর্ট মুভমেন্ট, সবটাই উল্লেখ করে দিতে হবে।

৪. একেবারে মনমতো ছবি পেতে লেন্স, লাইটের সেটাপ, রেজলিউশন উল্লেখ করুন। ধরুন লিখলেন, “Nikon Z9, 35mm f/1.8 lens-এর ছবি। 8K রেজলিউশন।”

মাথায় রাখবেন আপনার নির্দেশ যতটা স্পষ্ট হবে, ছবিও ততটাই মনের মতো হবে। ধরুন লিখলেন, ‘Man in a Forest’, তাতেও আপনি জঙ্গলের মাঝে ব্যক্তির ছবি পাবেন। কিন্তু সেখানেই কেমন জঙ্গল, ঠিক কতটা আলো, ক্যামেরা অ্যাঙ্গেল-সহ যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করেন, তাহলেই ছবি হবে আকর্ষণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়