শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নম্বর গোপন রেখেই হবে যোগাযোগ হোয়াটসঅ্যাপে, আসছে ফিচার

নতুন এই ব্যবস্থা মূলত ব্যবহারকারীদের ফোন নম্বর গোপন রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ফিচারটি চালু হলে কেউ যদি আপনার নম্বর না জেনে আপনাকে মেসেজ করে, তাহলে সেখানে আপনার ইউজারনেমই দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে এক বহুল প্রত্যাশিত নতুন ফিচার—ইউজারনেম। এই সুবিধার মাধ্যমে এখন ব্যবহারকারীরা ফোন নম্বর গোপন রেখেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনোব্লগের বরাতে ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বেটা ভার্সনে (পরীক্ষামূলক সংস্করণে) ইউজারনেম ফিচারটির কিছু ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এখনো এটি বেটা ব্যবহারকারীদের জন্যও চালু হয়নি, তবে অ্যাপে থাকা কিছু কোড থেকে বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এই নতুন ব্যবস্থা চালুর জন্য।

ইউজারনেম তৈরির নিয়মাবলি

ইউজারনেম ব্যবস্থার জন্য ইতিমধ্যে কিছু নিয়ম পর্যালোচনা করছে হোয়াটসঅ্যাপ। সেগুলো হলো—

১. ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না, যেন কেউ ভুল করে একে অফিশিয়াল ওয়েবসাইট ভেবে না বসে।

২. ইউজারনেমে অন্তত একটি বর্ণ (a-z) থাকতে হবে, শুধু সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা যাবে না।

৩. নির্দিষ্ট কিছু অক্ষরই ব্যবহার করা যাবে: ছোট হাতের বর্ণ (a–z), সংখ্যা (0–9), ডট (.), এবং আন্ডারস্কোর (_)।

হোয়াটসঅ্যাপের এই নিয়মগুলোর ফলে ইউজারনেম হবে সুশৃঙ্খল ও স্পষ্ট।

একবার বৈধ ইউজারনেম নির্বাচন করলে হোয়াটসঅ্যাপ একটি আনন্দঘন অ্যানিমেশনের মাধ্যমে তা নিশ্চিত করবে। এরপর থেকে ফোন নম্বরের জায়গায় চ্যাট ও গ্রুপে ওই ইউজারনেমই দেখা যাবে।

পরে কেউ যদি তার ইউজারনেম পরিবর্তন করেন, সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি সিস্টেম মেসেজের মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেবে। ঠিক যেমনটি এখন প্রোফাইল ছবি বা ফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে হয়ে থাকে।

এ ছাড়া, ভবিষ্যতের কোনো একটি আপডেটে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণেও ইউজারনেম চেক করার সুবিধা আসবে—পছন্দের নামটি এখনো পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা যাবে।

এই ইউজারনেম ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। তবে বেটা ভার্সনে যেহেতু এর কোডিং পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে, এটি খুব শিগগিরই চালু হতে পারে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ সম্প্রতি আইপ্যাডের জন্য অফিশিয়াল অ্যাপ চালু করেছে। সেই সূত্র ধরেই এটি ধরে নেওয়া যায়, কোম্পানি এখন নতুন ফিচার নিয়ে বেশ সক্রিয়।

তথ্যসূত্র: ৯ টু ৫ ম্যাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়