শিরোনাম

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষধর সাপের কান্ড !

বসুনিয়া : গৃহবধুর বিছানায় মনের আনন্দে হাঁটছে বিষধর সাপটি। কিভাবে গৃহবধুর বিছানায় এলো সে, তা কেউ বলতে পারে না। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। সাপুরে ডেকে আনা হলেও সে কিছু বলতে পারে নি। সিএনএন

সিবিএস নিউজকে সাপুরে রিচার্ডস জানান, একজন নারী তার বিছানায় বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি দেখতে পেয়ে ভয়ে চীৎকার করে উঠে। জড়ো হয় প্রতিবেশীরা। সাপুরে বলেন, আমি যখন ঘটনাস্থলে পৌঁছলাম, তখন ওই নারীকে আমার জন্য বাইরে অপেক্ষা করতে দেখলাম। আমি বেডরুমের ভিতরে গেলাম যেখানে সাপটি ছিল।  সে নীচে একটি তোয়ালে দিয়ে দরজা বন্ধ করে রেখেছিল। তাই এটি বের হতে পারেনি।

রিচার্ডস বলেন, আমি দরজাটা ঠেলে খুলে দিলাম, আর ওটা বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে ছিল। রিচার্ডস আরো বলেন, সাপটি সম্ভবত গ্রীষে¥র প্রখর তাপ থেকে বাঁচতে খোলা দরজা দিয়ে প্রবেশ করেছিল। অথবা এটি কেবল ঘুমানোর জন্য একটি সুন্দর আরামদায়ক বিছানা চেয়েছিল। রিচার্ডস বলেন, তিনি সাপটিকে ধরে বাসস্থান থেকে দূরে একটি এলাকায় ছেড়ে দেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়