শিরোনাম

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:২০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়লেন আরমিন

পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি তে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে  ছাত্রলীগ ছাড়লেন  মো. আরমিন আহমেদ

ফারুকুজ্জামান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): দীর্ঘ ১২ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে  ছাত্রলীগ ছাড়লেন  মো. আরমিন আহমেদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আরমিন। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, বুধবার ঘোষিত হওয়া এই কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে। এছাড়াও পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে আজ বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে, ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টি মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ বলেন, ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোনো পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, সেই কমিটিতে আরমিন আহমেদকে ১নং সহ-সভাপতি করা হয়।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়