শিরোনাম
◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৪:৩৬ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে অনিশ্চয়তা, ক্যাম্প ছেড়েছেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক: মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা ছিলো শনিবার (১০ জুন) থেকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিছুদিন আগেই জানিয়েছিলেন এই কথা। তবে বৃহস্পতিবার (৮ জুন) থেকে মেয়েদের আবাসিক ক্যাম্পই বন্ধ করে দেয়া হয়েছে। চার দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরে গেছেন সাবিনারা। সূত্র: সময়টিভি

গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। কিন্তু এরপর থেকে আর কোনো ম্যাচ খেলেনি মেয়েরা। ক্যাম্পে দিন যাচ্ছে কেবল অনুশীলন করে। সেখানে আশার সঞ্চার হয়ে উঠেছিল ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এনিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। সবশেষ জরুরি সভা করে কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ১০ জুন থেকে এই লিগ শুরু হবে।  

বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন বলেন, কে স্পোর্টস (ফ্র্যাঞ্চাইজি লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান) একটা সম্ভাব্য তারিখ হিসেবে ১০ জুনের কথা বলেছিলো। সভাপতি সেটাই জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে, কিন্তু এখন আপনাদের মতো আমরাও বুঝতে পারছি এই তারিখে লিগটা শুরু করা সম্ভব নয়। কবে তারা সেটা শুরু করতে পারবে, সেটা কে স্পোর্টসই জানে। সূত্র: বাংলানিউজ২৪

মেয়েরা যে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের কথায় তা স্পষ্ট, দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় দলের খেলা নেই, এটা একটা হতাশার দিক। তার চেয়ে বড় হতাশা তৈরি করেছে কে স্পোর্টস। মেয়েদের কয়েক দফায় এই কথা-সেই কথা বলে শেষমেশ এখন হয়তো টুর্নামেন্টটি তারা স্থগিতই করে দেবে।  

অবস্থাদৃষ্টে তা-ই মনে হচ্ছে, প্রস্তাবিত টুর্নামেন্টটি হয়তো হিমাগারেই চলে গেল। আমি ব্যক্তিগতভাবে এই লিগ নিয়ে আশা হারিয়ে ফেলেছি।

এদিকে জাতীয় দলের সহকারী কোচ মাহবুবুর রহমান বলেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে দীর্ঘসূত্রিতায় মেয়েরা বেশ হতাশ হয়ে পড়েছে। তারা অনুশীলনেও এখন মনোযোগ দিতে পারছেনা। তাই ৪ দিনের ছুটি দিয়েছি আমরা ওদের। বাড়ি থেকে ঘুরে এলে হয়তো কিছুটা সতেজ হবে ওরা। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল 

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়