শিরোনাম
◈ ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ৯ বছর পর পাকিস্তান গেলেন ভারতের কোনো মন্ত্রী ◈ ওএসডি কর্মকর্তারা কী করেন? ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর সরকারকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা ◈ শেষ নির্বাচনের আগে শেখ হাসিনা হাতে ছিল মাত্র সাড়ে ২৮ হাজার টাকা, ১৫ বছরই আয় করেছেন সুদ থেকে  ◈ আবহাওয়া নিয়ে  দুঃসংবাদ:  লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস ◈ আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, থাপ্পড় দিয়ে দিয়ে পুলিশে দেব; আইনজীবীকে বিচারপতি! (ভিডিও) ◈ যে কারনে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাত ◈ সালমানকে প্রাণ বাঁচাতে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন বিজেপি এমপি ! ◈ ৪৩তম বিসিএস: ২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের ◈ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির ৩টি কমিটি 

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সাফের জন্য প্রস্তুতি নিচ্ছে ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: প্রচণ্ড গরমে জন জীবন যখন বিপাকে, তখন সব কিছুকে উপেক্ষা করে নিজেদের সেরাটা দেওয়া জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২১ জুন থেকে ভারতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কোচ হ্যাভিয়ের কাবরের অধীনে ৩০ সদস্যে প্রাথমিক দল নিয়ে অনুশীলন করছে। এখান থেকে সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। তাই তীব্র গরমেও সাফে লাল-সবুজের জার্সি পড়ে মাঠে নামার সুযোগ কাজ লাগানোর জন্য পরিশ্রম করে যাচ্ছেন ফুটবলাররা। সূত্র: ইত্তেফাক

গরম নিয়ে এলিটা কিংসলে বলছিলেন, এটা এখন প্রথম চ্যালেঞ্জ। কঠিন পরিশ্রম করতে হবে। যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন তার ভালো ফল পাবেন। তার মানে এটা ভালো দিক। আর যদি এই আবহাওয়ায় আপনি নিজেকে গুটিয়ে রাখেন পরিশ্রম করতে না পারেন তাহলে সেটা ব্যাডসাইড হবে। 

জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকো অবশ্য বলেই দিয়েছেন গরমে কষ্টই হচ্ছে। কিছু করার নেই। খেলতে হবে। তবে লিগ শেষ করে আসতে গিয়ে এখন একটু অবসাদ কাজ করছে। লম্বা লিগ, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয়েছে। ভ্রমণক্লান্তি থাকে। তার ওপর গরম। কিছু ইনজুরি আছে খেলোয়াড়দের। সবকিছু মিলিয়েই বলতে হয় এখান থেকে বেরিয়ে প্রস্তুত হতে হবে।     

মাঝমাঠের ফুটবলার সোহেল রানা বলছিলেন, সবসময় সাফ আসলেই আমরা প্রস্তুতিতের মধ্যে থাকি না। এ সাফ আমাদের সামনে অনেক বড় সুযোগ এনে দিচ্ছে। কারণ আমরা নিজেদের গ্রুপ সম্পর্কে ভালোভাবে জানি। সবার উজ্জীবিত, ভালো করতে মুখিয়ে আছে। 

অধিনায়ক জামাল ভূঁইয়া একই কথা বললেন, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সেমিফাইনালে নাম লেখানো। আমি মনে করি, আমাদের জন্য ভালো সুযোগ আছে। আমার কাছে মালদ্বীপ ম্যাচ আমাদের জন্য ফাইনাল। আমরা লেবাননের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলে ভালো হবে। লেবানন এখানে চারটি ম্যাচ খেলবে। তার আগেই দলটা ভালো অবস্থায় আছে। প্রথম ম্যাচ ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। প্রথম দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়