শিরোনাম
◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফের দল নির্বাচনে হস্তক্ষেপ করবো না: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। এর আগে টুর্নামেন্টকে কেন্দ্র করে ৩৫ সদস্যের দল নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ হ্যাভিয়ে ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি দেখতে কিংস অ্যারেনায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর গণমাধ্যমের কাছে নিজের প্রত্যাশার কথা প্রকাশ করেন তিনি। সূত্র: সমকাল 

সালাউদ্দিন, আমি আশা করি, আসছে সাফ চ্যাম্পিয়নশিপে দল ভালো করবে। আমি এখানে এসেছি খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে। ওদের বলতে এসেছি, তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট পরে রেজাল্ট হবে, জিতবে বা হারবে, কিন্তু প্রতিপক্ষ যেমন ভালো, তোমরাও তেমন ভালো, এই মনোভাব নিয়ে মাঠে নামো। 

তিনি বলেন, দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় না। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। সূত্র: দেশরুপান্তর 

তিনি আরো বলেন, কিছুদিন ধরে আমি যেটা দেখছি, ছেলেদের মনোভাব খুবই শক্তিশালী এবং তাদের মানসিকতাতেই জয়ের আকাক্সক্ষা দেখছি। আমি বলতে এসেছি, জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি তুমি হেরে যাও, তাহলে সমস্যা। তো এটাই ছিল খেলোয়াড়দের সঙ্গে আমার মূল আলোচনা। আমার পর্যবেক্ষণ বলছে, এবার ছেলেরা খুবই ভালো করবে। আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। 

কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের। আগের থেকে দু-চারজন খেলোয়াড়ের অনেক উন্নতি হয়েছে। কিছু নতুন খেলোয়াড়ও আছে, আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার শেষ চার-পাঁচটি ম্যাচ দেখেছেন। সেখানে কিছু খেলোয়াড় দারুণ পারফর্ম করেছে। ছেলেরা পুরো লিগ খেলেছে। যে কন্ডিশনে আমি খেলোয়াড়দের দেখছি, তাতে মনে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা ভালো কিছু করব। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না 

এসআর/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়