শিরোনাম
◈ পাওয়ার প্লেতে বাংলাদেশের তিন উইকেট পতন, ব্যাটিংয়ে শান্ত-মুশফিক ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলরক্ষক মহসিনের পাশে বিসিবি

স্পোর্টস ডেস্ক: জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মানসিক ভারসাম্য হারিয়ে কানাডা প্রবাসী এ তারকা ফুটবলার ২০১৪ সাল থেকে ঢাকার সিদ্ধেশ্বরীতে পারিবারিক ফ্ল্যাটে বাস করছেন ছোট ভাইয়ের সঙ্গে। দেশের ইতিহাসের অন্যতম সেরা এ গোলরক্ষক অনেকটা নীরবে-নিভৃতেই দিনাতিপাত করছিলেন। সম্প্রতি মিডিয়ায় মহসিনের দুরবস্থা নিয়ে প্রকাশিত খবর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নজরে পড়েছে। তিনি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে নির্দেশ দেন মহসিনের ব্যাপারে খোঁজখবর নিয়ে সহযোগিতা দিতে। সূত্র: সমকাল

সুজন বলেন, মাননীয় বোর্ড সভাপতি নিউজ দেখে মহসিনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। সে অনুযায়ী তার পরিবারের সঙ্গে কথা বলেছি আমরা। তারা মহসিনের চিকিৎসা এবং পারিবারিক সম্পত্তি উদ্ধারে আইনি সহযোগিতা চেয়েছেন। আমরা বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। পারিবারিক সম্পত্তি যেগুলো বেদখল হয়ে আছে তা পুনরুদ্ধারে বিসিবির আইন কর্মকর্তাকে বলা হয়েছে। সূত্র: কালেরকন্ঠ

দেশের স্বর্ণালি সময়ের গোলরক্ষক মহসিন। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক ছিলেন। ছোটখাটো গড়নের হলেও গোলবার সামলাতে দারুণ পারদর্শী ছিলেন তিনি। মেধা আর প্রতিভা দিয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়কও হয়েছিলেন মহসিন। ক্যারিয়ারের সেরা সময়েই হঠাৎ করে খেলা ছেড়ে কানাডা প্রবাসী হন। বিয়ে করে প্রবাসে সংসার পাতলেও বেশি দিন টেকেনি। বিবাহ বিচ্ছেদের পর একাই থেকেছেন। কানাডায় ব্যবসা করলেও ধরে রাখতে পারেননি। সব হারিয়ে ২০১৪ সালে দেশে ফিরে ছোট ভাইয়ের কাছে ওঠেন। 

প্রায় সাত বছর পর জানাজানি হয় কিংবদন্তি গোলরক্ষক মহসিন মানসিক ভারসাম্য হারিয়ে ঢাকায়, যে খবর নাড়া দিয়েছে দেশের ফুটবল সমর্থকদের কাছে। তাতে সাড়া দিয়ে দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও পাশে থাকার ঘোষণা দিয়েছেন।  রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়