শিরোনাম

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলরাউন্ডার উৎকর্ষার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রুতুরাজ

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ দলে সুযোগ পেয়েও ছুটি নিয়েছিলেন ভারতের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড। যে কারণে তিনি ছুটি নিয়েছিলেন, সেই কাজটাও এবার সেরে ফেললেন। বান্ধবী উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে। গত শনিবার রুতুরাজ-উৎকর্ষার বিয়ে হয়েছে। সূত্র: হিন্দুস্তানটাইম্স 

রুতুরাজ-উৎকর্ষার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কির মতো সতীর্থরা। সোশ্যাল সাইটে নতুন জীবনের জন্য রুতুরাজ-উৎকর্ষাকে শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, রশিদ খান, উমরান মালিক, মাহিশ থিকসানা, ভেঙ্কটেশ আয়াররা। তাছাড়া রুতুরাজ নিজেও বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, পিচ থেকে বেদি পর্যন্ত, আমাদের যাত্রা শুরু। সূত্র: টিভিনাইন

২৪ বছর বয়সী উৎকর্ষা এক সময় মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন। দলে তার ভূমিকা ছিল অল-রাউন্ডারের। পেস বোলিংয়ের পাশাপাশি ডানহাতি ব্যাটার ছিলেন। ২০২১ সালের ১৫ নভেম্বর মেয়েদের ওয়ানডে ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে তিনি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। ক্রিকেট ছেড়ে তিনি এখন পুনের একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছেন। ক্রিকেট মাঠেই উৎকর্ষার সঙ্গে রুতুরাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম এবং শেষ পর্যন্ত পরিণয়ে গড়াল তাদের সম্পর্ক। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়