শিরোনাম
◈ অধিনায়ক শান্তর ব্যাটে এগোচ্ছ বাংলাদেশ ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৩:২০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স ওপেনে গার্সিয়াকে হারিয়ে চমক ব্লিনকোভার 

তারিক আল বান্না: স্বাগতিক ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে চমক দেখালেন রাশিয়ার আন্না ব্লিনকোভা। তীব্র লড়াইয়ের পর ব্লিনকোভা ৪-৬, ৬-৩ ও ৭-৫ সেটে জয়লাভ করেন। গার্সিয়া বিদায় নিলেও বিশ্বের দুই নম্বর খেলোয়াড়, অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কা জয় পেয়ে তৃতীয় রাউন্ডের টিকিট লাভ করেছেন। ফ্রান্স ওপেনের সাবেক চ্যাম্পিয়ন জেলেনা অস্তাপেনকোও বিদায় নিয়েছেন। সূত্র: টেনিস২৪.কম 

পঞ্চম বাছাই গার্সিয়া হলেন এখন পর্যন্ত পরাজিত হওয়া সর্বোচ্চ র‌্যাংকধারী মহিলা খেলোয়াড়। সাবালেঙ্কা সরাসরি ৭-৫ ও ৬-২ সেটে স্বদেশী ইরনা শাইমানোভিচকে পরাজিত করেন। সাবালেঙ্কা তৃতীয় রাউন্ডে খেলবেন পোল্যান্ডের ম্যাগদালিনা ফ্রেচ অথবা রাশিয়ার কামিলা রাখিমোভার সঙ্গে। 

২০১৭ সালের চ্যাম্পিয়ন, ১৭তম বাছাই অস্তাপেনকোকে দারুণ লড়াই করে ৬-৩, ১-৬ ও ৬-২ সেটে হারিয়ে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেবুট্যান্ট খেলোয়াড় ২১ বছর বয়সী পেটন স্টিয়ার্নস। স্টিয়ার্নস পরের রাউন্ডে খেলবেন নবম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনার সঙ্গে। কাসাতকিনা সরাসরি ৬-৩ ও ৬-৪ সেটে মারকেতা ভনদ্রোসোভাকে হারিয়ে দেন। 

তৃতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা তৃতীয় রাউন্ডে উছেছেন তার প্রতিপক্ষ ইতালির কামিলা গিয়র্গি প্রথম সেটে হেরে যাওয়ার পর ইনজুরিতে পড়ায়। পেগুলা তৃতীয় রাউন্ডে খেলবেন ২৮তম বাছঅই বেলজিয়ামের এলিস মার্তেনসের বিপক্ষে। মার্তেনস সরাসরি কলম্বিয়ার কামিলা অসরিওকে পরাজিত করেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোনি স্টিফেন্স তৃতীয় রাউন্ডে খেলবেন কাজাখস্তানের ইয়োলিয়া পুতিনসেভোর সঙ্গে। পুতিনসোভা সরাসরি ৬-২ ও ৬-১ সেটে রাশিয়ার ভারভারা গ্রাচিভাকে পরাস্থ করেন। সম্পাদনা: এল আর বাদল   

এলআরবি/এএ        

  • সর্বশেষ
  • জনপ্রিয়