শিরোনাম

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৯:২৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটের ভাগ্য নির্ধারণ ২৮ মে

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপড়েনের এবার অবসান হতে যাচ্ছে। আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদস্য সচিব জয় শাহ। - হিন্দুস্তানটাইমস

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেখানে ভারত খেলবে কি না, পাকিস্তানে ম্যাচ হবে নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে, এমনকি আদৌ এশিয়া কাপ মাঠে গড়াবে কি না- এর কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে বারবার হাইব্রিড মডেলের প্রস্তাবনা দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির প্রস্তাব অনুযায়ী, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে। শেষ পর্যন্ত আইপিএল ফাইনালের দিনই চূড়ান্ত হতে পারে, কোথায় ও কীভাবে হবে; এবারের এশিয়া কাপ। -ক্রিকেট পাকিস্তান

ফাইনালের জন্য শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধানরা আমন্ত্রিত হয়ে আহমেদাবাদে যাবেন। সেখানেই বিসিসিআই’র সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর সঙ্গে তাদের বৈঠক হতে পারে। আর সেই বৈঠকেই নির্ধারিত হবে, এবারের এশিয়া কাপের ভাগ্য। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়