শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের মনের মতো করে উইকেট তৈরি করবো: সুমন

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ভক্তদের মনে আছে নিশ্চয়ই, ২০১৯ সালে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে বাংলাদেশ নিজেদের মাঠে ২২৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিলো। সেই আফগানিস্তানের বিরুদ্ধে আবারো ঘরের মাঠে টেস্টে লড়াইয়ে নামছে লাল-সবুজের দেশ। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে নিজেদের মাঠে আন্তর্জাতিকমানের পিচ না বানিয়ে স্বাগতিক দেশ হিসাবে নিজেদের পছন্দমতোই উইকেট তৈরি করা হবে বলে জানালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার সুমন জানান, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই সেটা আমাদের মধ্যেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে বলেও জানান সুমন। তিনি বলেন, চমক বলতে আসলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করবো অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে।

সাকিবের না থাকা নিয়ে টাইগারদের এই নির্বাচক বলেন, সাকিব না থাকলে আমাদের একটা প্লেয়ার কমে যায়। সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে।সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়