শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১০:৩১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একবারও ভাবিনি সিরিজটি এমন একপেশে হবে: পল স্টার্লিং

পল স্টার্লিং

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারলো আয়ারল্যান্ড। বাংলাদেশের এমন চেহারা দেখতে হবে কিংবা সিরিজটা এতটা একপেশে হবে তা ভাবেননি আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় আইরিশ অধিনায়ক বলেন, উইকেট নিঃসন্দেহে বেশ জটিল ছিল। গত দুই সপ্তাহে যে সব ভুল করেছি, তা এই ম্যাচেও ছিল। আমাদের এসব নিয়ে ভাবতে হবে। আশা করি, শুক্রবারের ম্যাচে ভালো করবো।

১৬ বলের ইনিংসে হ্যারি টেকটর হাঁকিয়েছেন ৩টি ছয়। সেরকম আক্রমণাত্মক ব্যাটিং করা উচিত ছিল কিনা; এমন প্রশ্নের জবাবে পল স্টার্লিং বলেন, অবশ্যই। প্রতি ম্যাচেই আগ্রাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার উপর জোর দিতে চাই। কেবল নিজেদের কথা ভেবে ব্যাট করলে তা দলের কাজে লাগে না।

প্রতিপক্ষ বাংলাদেশের বিধ্বংসী চেহারা যে ভাবনায় ছিল না, এমনটি জানান আইরিশ অধিনায়ক। তিনি বলেন, আমার মনে হয়, বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী একটি দল। আমরা ভাবিনি সিরিজটি এমন একপেশে হবে। তবে আমি মনে করি না, আমাদের সবই শেষ হয়ে গেছে। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।সিরিজটি এমন একপেশে হবে ভাবিনি; স্টার্লিংয়ের স্বীকারোক্তি

বিধ্বংসী বাংলাদেশের কাছে আরও একবার উড়ে গেলো আয়ারল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই ৭৭ রানের বিশাল পরাজয়ে সিরিজ হার নিশ্চিত হয়েছে আইরিশদের। বাংলাদেশের এমন চেহারা দেখতে হবে কিংবা সিরিজটা এতটা একপেশে হবে তা ভাবেননি আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়