শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ায় চাকরি হারালেন তুরুণী

হুইলেন বারবিয়েরি

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শুক্রবার প্রথমবার মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা। পানামার বিপক্ষে সেই ম্যাচ দেখতে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৪ হাজার দর্শক হয়েছিল। তাদের একজন ছিলেন ২১ বছর বয়সী হুইলেন বারবিয়েরি। যিনি অফিসে মিথ্যা বলে আর্জেন্টিনার ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন।

খেলা দেখার জন্য অফিস ছুটি না দেওয়ায়, অফিসকে বলেছিলেন যে তার ডায়রিয়া হয়েছে। একটা ভুয়া মেডিক্যাল সার্টিফিকেটও তিনি বানিয়েছিলেন। ঘটনা এতটুকু পর্যন্ত থাকলে হয়তো তার চাকরিটা যেত না। কিন্তু স্টেডিয়ামে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ তার সাক্ষাৎকার নিতে গেলে তিনি আবেগের বশে আসল কাহিনী বলে বসেন। পরদিনই চাকরি হরান তিনি। ক্লারিন

হুইলেন বারবিয়েরি সান্তা ফে শহরের পৌরসভার অন্তর্গত ইভা পেরন হেলথ সেন্টারে কাজ করতেন। মনুমেন্তাল স্টেডিয়ামে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন যে, কাজ ফেলে খেলা দেখতে এসেছেন! বারবিয়েরির ভাষায়, ‘রোলিকে (সান্তা ফে শহরের মেয়র রোলি সান্তাক্রোচ্চে) শুভেচ্ছা। তিনি আমার বস। হয়তো এখন আমাকে টিভিতে দেখছেন। একটি মেডিকেল সার্টিফিকেট তিনি পেয়েছেন। কিন্তু আমি ভালো আছি। ডায়রিয়া হয়েছিল কিন্তু নিশ্চিত থাকুন এটা ঠিক হয়ে যাবে।

বারবিয়েরি আরো বলেন, জাদুবলে আমি বন্ধুদের নিয়ে মনুমেন্তালে উপস্থিত হতে পেরেছি। রোলি, শপথ করে বলছি, দ্বিগুণ কাজ করে দেব। শুধু আমাকে বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা উপভোগ করতে দাও। এসময় সঞ্চালক জানতে চান, যদি চাকরি চলে যায়? জবাবে তিনি বলেন সেটা কাল দেখা যাবে। আজ তো আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়