শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ সাকিবের

সাকিব আল হাসান

সাঈদুর রহমান: বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। সব জায়গায় আলোচনার শীর্ষে এই বিশ্বসেরা অলরাউন্ডার। কারণে অকারণে সবসময় আলোচিত হয়ে থাকেন। 

তিনি নিন্দুকদের সমালোচনার জবাব দেন মাঠে পারফরম্যান্স দিয়ে। সাকিব মাঠে নামলে বাংলাদেশের মানুষ হাসে, সাকিব মাঠে যা করে সেটাই ইতিহাস। ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা করেছেন বাংলার ক্রিকেটের নবাব। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট শিকরের গৌরব অর্জন করেন।

আয়ারল্যান্ডে বিরুদ্ধে ব্যাটে নেমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। এই ম্যাচে আগে সাকিবের ছিলো ৬৯৭৬ রান সঙ্গে ৯ সেঞ্চুরি এবং ৫২ ফিফটি ।

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ২৩২ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৩ রান।

এছাড়াও মুশফিকের সামনে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলকের হাতছানি। ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে মুশফিকের প্রয়োজন ৯৯রান। ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি এবং ৪৩ ফিফটিতে মুশফিকের সংগ্রহ  ৬৯০১ রান। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়