শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:৩৪ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে ক্রিকেট বিরক্তিকর হয়ে উঠছে: শচীন

শচীন টেন্ডুলকার। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দিন দিন জনপ্রিয়তা কমে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের। কিছুদিন আগে এক দিনের ক্রিকেটের ফরম্যাট পরিবর্তন নিয়ে মুখ খুলেছিলেন রবি শাস্ত্রী। এবার তার সঙ্গে সামিল হলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তার মতে, এক দিনের ক্রিকেট ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে। ফরম্যাট বদলের দাবি তুলেছেন তিনি। কীভাবে আগামী দিনে খেলা হওয়া উচিত, সেটা নিয়ে পরামর্শও দিয়েছেন টেন্ডুলকার।

একটি অনুষ্ঠানে এসে শচীন নতুন এক দিনের ফরম্যাট চালু করার প্রস্তাব দিয়েছেন। তার মতে, ‘২৫ ওভারের ইনিংস চালু করা উচিত। ম্যাচটাকে চার ভাগে ভাগ করে দেয়া যেতে পারে। ঠিক যেভাবে টেস্ট ক্রিকেট হয়। টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়। এখানে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কেউ প্রথম ইনিংসে আউট হয়ে যায়, সে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না। দুটো ইনিংস মিলিয়ে ১০টা উইকেট নিলেই চলবে।’

কেন এ কথা বলছেন, সেটাও ব্যাখ্যা করেছেন শচীন। তিনি জানান, ‘শ্রীলঙ্কায় একটা প্রতিযোগিতা খেলতে গিয়েছিলাম। সেখানে ১১৮ ওভার খেলা হওয়ার পরও কোনো ফলাফল হয়নি। প্রথম দিন শ্রীলঙ্কা ব্যাট করার পর আমরা ১০ ওভার ব্যাট করি। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনেও ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টিতে।’

লিটল মাস্টার যোগ করেন, ‘নতুন ফরম্যাটে যদি দুটি দল অন্তত ২৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়, তাহলে একটা সামঞ্জস্য থাকবে। এখন খেলাটা খুব প্রত্যাশিত হয়ে যাচ্ছে। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে দারুণ কিছু ঘটছে না। কেউ নজর কাড়তে পারছে না। বিরক্তিকর লাগছে ওয়ানডে ম্যাচ।’

একদিনের ক্রিকেটে স্পিনাররা খুশি হতে পারছে না বলেও জানান শচীন। তিনি বলেন, ‘কয়েকজন স্পিনারের সঙ্গে কথা বলেছি। বৃত্তের মধ্যে পাঁচজন ফিল্ডার থাকার সময় ওদের মানসিকতা কেমন থাকে সেটা জানার চেষ্টা করছিলাম। ওরা বলল, সেই সময় লাইন পরিবর্তন করতে পারে না। তাতে বিরাট মূল্য চোকাতে হবে। ব্যাটারের ভুলের জন্য অপেক্ষা করতে হয়।’

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়