শিরোনাম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভাই কেমন আছেন’, শাকিব খানকে শোয়েব মালিক

সাকিব খান-শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক: গত ১৪ জানুয়ারি দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছাড়েন ঢালিউড অভিনেতা শাকিব খান। দুবাইয়ের অনুষ্ঠান শেষে কয়েক দিনের জন্য উড়াল দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নিউ ইয়র্কে প্রয়োজনীয় কাজ শেষে আবার দুবাইয়ে আসেন।

একই বিমানে শাকিব খান ও শোয়েব মালিক দুবাই হয়ে ঢাকায় ফিরলেও দুবাই বিমানবন্দর কিংবা বিমানের ভেতরে দুজনের দেখা হয়নি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথম দেখা। দেখা হতেই দুজনে দুজনের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন।

শাকিব বললেন, আমরা তো একই ফ্লাইটে ছিলাম। শোয়েব বললেন, তাই তো দেখছি। আমি ছিলাম বিজনেস ক্লাসে। শাকিব বললেন, আমার টিকিট ফার্স্ট ক্লাসে করা ছিল, তাই দেখা হলো না। প্রথম আলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এ রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা শোয়েব মালিককে বলেন, তিনি শাকিব খান, আমাদের দেশের নাম্বার ওয়ান ফিল্ম সুপারস্টার। উত্তরে আমি তাকে চিনি বলেই উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে শোয়েব মালিক বললেন, শাকিব ভাই, কেমন আছেন? আপনি না ইউএসএ ছিলেন? উত্তরে শাকিব বললেন, আমি ভালো আছি। আমি ইউএসএ ছিলাম আপনি জানলেন কীভাবে? শোয়েব বলেন, আমি জেনেছি। শোয়েবের এমন উত্তরে দুজনে বেশ মজা পান, হাসতে থাকেন।

পরিচয়পর্ব শেষে দুজন বসে কিছুক্ষণ কথা বলেন। শাকিব খানও কুশলাদি জানতে চান শোয়েব মালিকের। দুজনের মিনিট পাঁচেকের কথাবার্তায় উঠে আসে, চলচ্চিত্র ও ক্রিকেট প্রসঙ্গ। 

এক পর্যায়ে দুজনেরই ফেরার তাড়া। ওঠার আগে শাকিব খান ও শোয়েব মালিক দুজন দুজনকে দাওয়াত দেন। এরপর দুজনেই ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে দুজনের গাড়িতে চড়ে নিজেদের গন্তব্যে চলে যান।

দুজন দুজনের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এটাও জানিয়ে গেলেন, পরিচয় হয়ে ভালো লাগলো। শাকিব খানকে মাঠে বসে রংপুর রাইডার্সের খেলা উপভোগ করার আমন্ত্রণ দিয়ে যান শোয়েব মালিক।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়