শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরের ম্যাচ খেলতে পারবেন লিটন: ফিজিও জাহিদুল

বিপিএল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়াচ্ছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি। ভিক্টোরিয়ান্সের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে শফিকুলের করা দ্বিতীয় বল আঘাত হানে লিটনের ডান হাতে। আঘাতপ্রাপ্ত হয়ে উইকেটেই ব্যাট ছেড়ে হাত ধরে বসে পড়েন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম এসে ব্যথানাশক স্প্রে করে দেন লিটনের হাতে। কিন্তু তাতে কাজ হয়নি, উল্টো হাত ধরে ব্যথায় ছটফট করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত, খেলতে পারেন পরের ম্যাচ।

কুমিল্লা ম্যানেজমেন্টের পক্ষ থেকে টিম ফিজিও জাহিদুল ইসলামের বরাত দিয়ে এক বিবৃতিতে লিটনের ইনজুরির আপডেট দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, শারীরিকভাবে লিটনের পরীক্ষা করা হয়েছে, তার কব্জি এবং হাতের স্ক্যানও সম্পন্ন হয়েছে। সৌভাগ্যবশত তার কব্জির অংশে কোন হাড় ভাঙা বা ফ্র্যাকচার নেই। পরের ম্যাচে তাকে ফিরে পাওয়ার আশা করছি।

এর আগে সংবাদ সম্মেলনে এসে লিটনের আপডেট জানিয়ে ইমরুল কায়েস বলেন, লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। মাঝে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে লিটন দাস।

ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। সেঞ্চুরি হাকান জোনাথন চার্লস। ইনিংস শেষে আত্মবিশ্বাসী হলেও লিটন ইনজুরিতে পড়ার পর কিছুটা শঙ্কায় চলে গিয়েছিল কুমিল্লা। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি ইমরুল কায়েসদের। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়