শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণে অভিযুক্ত লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সন্দ্বীপ লামিচানে

স্পোর্টস ডেস্ক: নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দ্বীপ লামিচানে ধর্ষণের অভিযোগে জেলে ছিলেন। কিছুদিন আগে তিনি মুক্তিও পেয়েছেন। এবার অভিযুক্ত নেপালের তারকা ক্রিকেটারের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন)।

লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। অবশেষ সেই নিষেধাজ্ঞা তুলে নিলো নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন)। এতে করে ক্রিকেটে ফিরতে তার আর কোনও বাধা রইল না। নেপালের শীর্ষস্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে। 

সিএএন বোর্ডের সদস্য বীরেন্দ্র বাহাদুর চান্দ জানিয়েছেন, মঙ্গলবার পোখারায় অনুষ্ঠিত ক্রিকেট পরিচালনা কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। - চ্যানেল২৪

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে। ফৌজদারি কোড ২০৭৪ এর ২১৯ ধারায় অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিদ্যমান আইনে তার ১০ থেকে ১২ বছরের সাজা হতে পারে। যদিও প্রথম থেকেই লামিচানে সে অভিযোগ অস্বীকার করে আসছিলেন। 

পরে ৬ সেপ্টেম্বর ওই কিশোরী মামলা করলে ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু জেলা আদালত। ১ অক্টোবর লামিচানে ঘোষণা করেন যে তিনি আইনি অভিযোগের মুখোমুখি হবেন। পরে ৬ অক্টোবর নেপালে ফিরলে বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা এবং সাদা পোশাকের কর্মীরা। 

সন্দ্বীপ লামিচানে এখন পর্যন্ত নেপালের হয়ে ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ৩০টি ওয়ানডে খেলে ঝুলিতে পুরেছেন ৬৯টি উইকেট। ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৮৫ উইকেট। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়