শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:০৪ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো ঢাকা

সৌম্য-মিথুন

নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী ফরচুন বরিশালের বিরুদ্ধে দারুণ এক ম্যাচ খেললো ঢাকা ডমিনেটরস। তাদের অলরাউন্ড পারফরমেন্সের কাছে দিশাহারা বরিশালের সেনারা। শেষ পর্যন্ত ম্যাচ হারলো ৫ উইকেটে। আর ঢাকা এই জয়ের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখলো প্লে-অফের আশা।

সিলেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বরিশালকে ১৫৬ রানের বেশি আদায় করতে দেয়নি ঢাকার বোলাররা। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের ফিফটির কল্যাণে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করা সাইফ হাসানের উইকেট হারায় বরিশাল। ১৫ রান করে আউট হন সাইফ। ৩ নম্বরে ব্যাট করতে আসেন ফর্মের তুঙ্গে থাকা সাকিব। তবে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। মুক্তার আলির বলে ব্যক্তিগত ৫ রান করে লং অফে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

ইব্রাহিম জাদরান ও ইফতিখার আহমেদ দ্রুত আউট হয়ে গেলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বরিশাল। তবে, অন্যপ্রান্ত আগলে রাখেন আনামুল হক বিজয়। ৩৫ বলে ৪২ রানের দায়িত্বশীল ব্যাটিং করে আউট হন তিনি। এরপর অফ ফর্মে থাকা মাহমুদউল্লাহ দলের হাল ধরেন। ২৭ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিয়াদ। শেষদিকে কারিম জানাতের ৫ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের সাহায্যে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল।

পরবর্তী রাউন্ডে (প্লে অফ) যেতে হলে জয়ের বিকল্প নেই ঢাকা ডমিনেটর্সের এমন সমীকরণের ম্যাচে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ঢাকা ডমিনেটর্স। দুই ওপেনার সৌম্য সরকার ও মিথুনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ঢাকা। উদ্বোধনী জুটি থেকে আসে ৭৪ রান। সৌম্য ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। অপর প্রান্তে মিথুন ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে আউট হন। সম্পাদনা: খালিদ আহমেদ

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়