শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয়-জাকিরের ফিফটিতে ১৯২ রান সংগ্রহ সিলেটের

হৃদয়-জাকির

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতেছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বী। টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ করেন তিনি।

শুরুতে ব্যাটিং করতে নেমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকারী নাজমুল শান্ত ওপেনিংয়ে নেমে ১২ বলে ৬ রান করে আউট হয়ে যান। তিনে নামা জাকিরের সঙ্গে এরপর জুটি গড়েন শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হৃদয়। জাকির এবং হৃদয়ের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েছে সিলেট। টুর্নামেন্টে নিজেদের বাচিয়ে রাখতে খুলনাকে সংগ্রহ করতে হবে ১৯৩ রানের বিশাল লক্ষ্য। ৪৯ বলে ৯টি চারে ৭৪ রান করে চলতি বিপিএলে প্রথমবারের মতো ওপেনিং করতে নামা হৃদয়। ৩৮ বলে ২টি চার ও ৪টি ছয়ে ৫৩ রান করে আউট হন জাকির। হৃদয় এবং জাকির আউট হয়ে ফেরার পর এবার খুলনার বোলারদের উপর শেষদিকে তাণ্ডব চালান রায়ান বার্ল এবং থিসারা পেরেরা। বার্ল মাত্র ১১ বলে ১টি চার ও ২টি ছয়ে ২১ এবং পেরেরা ৭ বলে ২টি চার ও ১টি ছয়ে ১৭ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন।

খুলনার পক্ষে মার্ক দেয়াল ৪০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়াও আরিফুল ২৫ রানে এবং নাহিদ রানা ৩৪ রানে ১টি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়