শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:৪২ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার ভক্তদের আবারো দুঃসংবাদ!

নেইমার জে আর

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পেয়ে আর গ্রুপ পর্বে নামতে পারেননি ব্রাজিলের ফুটবল দলের প্রাণভোমরা নেইমার। নেইমারকে নিয়ে আবারো নতুন করে দুঃসংবাদ পেলেন তার ভক্তরা। ব্রাজিল দলের ডাক্তার জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও আছে তার।

হোটেলে বসেই এখন খেলা দেখেছেন তিনি। শেষ ১৬ নিশ্চিত করা দলের দ্বিতীয় ম্যাচ শেষে নেইমার টুইট করেছেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার। 

তিনি লেখেন, দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।

ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র বলেন, নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনা করছি।

ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে এল কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি।

ব্রাজিল কোচের কথা, বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করব না আমরা নেইমারকে মিস করেছি।

এএঈচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়