শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৫:২১ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পতাকা থেকে আল্লাহ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রচার, ফিফাতে অভিযোগ

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ফুটবল মাঠে দেখা হতে যাচ্ছে দুই দেশের। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে নামবে তারা। এর আগেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। নারীদের হিজাববিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটিতে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ চলছে। শুরু থেকেই আন্দোলনে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের ইন্ধনেই প্রতিবাদ বাড়ছে বলে দাবি করছে ইরান। বাংলানিউজ 

এবার মাহসা আমিনিকে নিয়ে এই দ্বন্দ্ব পৌঁছে গেল কাতার বিশ্বকাপেও। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ইরানের অবমাননা করা হয়েছে।

তারা ইরানের জাতীয় পতাকা বিকৃত করে বিভিন্ন টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেছে বলে অভিযোগ ইরানের। ইরানের পতাকা হিসেবে যে ছবি দেওয়া হয়েছে তাতে ‘আল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ নেই। উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিকৃত এই পতাকা প্রকাশ করা হয়েছে বলে দাবি তাদের।

এরই মধ্যে ইরানের জাতীয় ফুটবল ফেডারেশন মার্কিন ফুটবল দলের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে। ইরান বলেছে, আমেরিকার এই পদক্ষেপের মাধ্যমে তাদের জাতীয় ও ধর্মীয় পরিচিতির ওপর আঘাত করা হয়েছে।

ফিফার গঠনতন্ত্রের ১৩ নম্বর অধ্যায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই সংস্থার কোনো সদস্য দেশের জাতীয় ও ধর্মীয় পরিচিতি ও প্রতীকের অবমাননা করে তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান পরবর্তী অন্তত ১০টি ম্যাচ থেকে বাদ পড়বে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়