শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০১:০৩ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে না থেকেও রয়েছে ইতালি

ইতালি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিতে পারেনি ইতালি। বিশ্বকাপ ট্রফি তৈরির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ইতালির নাম। গত ৫০ বছর ধরে বিশ্বকাপ ট্রফি তৈরি করে আসছে এক ইতালীয়।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের সময় ট্রফিটির নামকরণ হয় ভিক্টরি। ও ১৯৪৬ সালে নাম বদলে তৎকালীন ও ফিফার তৃতীয় প্রেসিডেন্টকে সম্মান জানাতে নামকরণ করা হয় জুলে রিমে ট্রফি। গ্রিক দেবী নাইকির আদলে এটি তৈরি করেছিলেন ফরাসী ভাস্কর অ্যাবেল লাফ্লেউর। যমুনাটিভি

১৯৭০ সালে তৃতীয়বারের মত বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফিটিকে নিজেদের করে নিয়ে যায় পেলের দল ব্রাজিল। আর তাই ১৯৭৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন ট্রফি বানানোর সিদ্ধান্ত নেয় ফিফা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০টি ডিজাইনের মধ্য থেকে ইতালির ডিজাইনার সিলভিও গাজ্জানিকার নকশা পছন্দ করে ফিফা। আর সেই নকশা বাস্তবায়ন করে ইতালির জিডিই বের্তোনি কোম্পানি। এরপর থেকেই ট্রফিটির নামকরণ করা হয় ফিফা বিশ্বকাপ ট্রফি নামে।

থেকে কঠিন প্রতোযোগিতার মধ্যে দিয়ে বিশ্বকাপ জিতলেও, ট্রফিটিকে চিরদিনের জন্য রাখতে পারে না বিজয়ী দল। আর দেয়া হয় রেপ্লিকা ট্রফি। সেটিও তৈরী করার দায়িত্বও সেই ইতালির কোম্পানিটির। শুধু বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি, ইউরোপা লিগ ও সুপার কাপের ট্রফিও তৈরি করে জিডিই বের্তোনি। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়