শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:২০ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ব্রাজিলের একাদশে থাকবেন যারা

ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ৬ষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী দল মাঠে নামাবেন ব্রাজিলের কোচ তিতে। বৃহস্পতিবার(২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় খেলা শুরু হবে। দলের একাদশে কারা কারা থাকবেন সেটা জানার আগ্রহ সমর্থকদের থেকেই যায়। 

ব্রাজিলের কোচ তিতে অবশ্য পুরোপুরি ফিট একটি স্কোয়াডই পাচ্ছেন সার্বিয়ার বিপক্ষে। দলে কারও ইনজুরি সমস্যা নেই। অ্যান্থনি, ব্রুনো গুইমারায়েস ও আলেক্স তেলেসের সামান্য কিছু সমস্যা ছিল। সেগুলো থেকে ভালোভাবেই সেরে উঠছেন তারা।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল ৪-১-৪-১ অথবা ৪-২-৩-১ ফরমেশনে পজিশন রোটেট করে, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নিতে খেলতে পারে। আলোচিত ফরমেশন ৪-২-৩-১ খেললে ক্ষেত্রে দলকে যথারীতি নেতৃত্ব দিবেন অধিনায়ক থিয়াগো সিলভা। তার সঙ্গে রক্ষণভাগে থাকতে পারেন দানিলো, মারকুইনহোস ও আলেক্স স্যান্দ্রো। প্রথম পছন্দ হিসেবে গোলবারের নিচে দাঁড়াবেন অ্যালিসন বেকার।

সেন্টার মিডফিল্ডে থাকতে পারেন রিয়াল তারকা কাসেমিরো ও লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং মিডফিল্ডে রাফিনহা। আর উইঙ্গার হিসেবে যথারীতি ভিনিসিউস জুনিয়র ও ‘নাম্বার টেন’ নেইমার। আর ফরোয়ার্ডে রিচার্লিসনের থাকার সম্ভাবনাই বেশি। অথবা থাকতে পারেন গ্যাব্রিয়েল জেসুস।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহোস, স্যান্দ্রো, কাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা, নেইমার, ভিনিসিউস ও রিচার্লিসন/জেসুস।

সার্বিয়ার সম্ভাব্য একাদশ: ভানজা মিলিনকোভিচ-সাভিচ, মিলেনকোভিচ, মিত্রোভিচ, পাবলোভিচ, জিভকোভিচ, গুদেলজ, সার্জেস মিলিনকোভিচ-সাভিচ, কোস্টিক, তাদিচ, ভ্লাহোভিচ ও জোভিচ। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়