শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের রিচার্লিসনকে কলা ছুড়ে মারলো সমর্থকরা

রিচার্লিসন

স্পোর্টস ডেস্ক: তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে রিচার্লিসন তখন উদযাপনে ব্যস্ত। পার্ক দে প্রিন্সেসের তখন ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। রিচার্লিসনের উদ্দেশ্যে কলা ছুড়ে মারতে থাকেন সমর্থকরা মঙ্গলবার রাতে ম্যাচ হয়েছে ফ্রান্সের প্যারিসে। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল ম্যাচটা খেলেছে প্রস্তুতির মঞ্চ মেনে। ৫-১ গোলে জেতা ম্যাচটায় অঘটনা টা ঘটে দ্বিতীয় গোল উদযাপনের বেলায়। যার শিকার ছিলেন মূলত রিচার্লিসন। দ্বিতীয় গোলটি করে টটেনহাম স্ট্রাইকার উদযাপন করতে গেলে কলা ছুড়ে মারা হয় তাকে। বাংলা ট্রিবিউন

ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে, অন্যান্য বস্তুও নাকি এসময় ছুড়ে মারা হয়েছে। নিরাপত্তারক্ষীরা কলা ছুড়ে মারা ব্যক্তিকে খোঁজার চেষ্টা করেও সফল হয়নি। অবশ্য ম্যাচটায় শুধু কলা ছুড়ে মারার ঘটনাই ঘটেনি। নেইমারদের গায়ে লেজার রশ্মি পড়েছে এ সময়। বিষয়গুলো এতই মারাত্মক পর্যায়ে পড়ে যায় যে খেলা দুইবার বন্ধও থাকে।
 
এদিকে বর্ণবাদী আচরণের ঘটনায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপশি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার ঘোষণা দিয়েছে। ম্যাচ শুরুর আগে বর্ণবাদ বিরোধী একটি ব্যানার নিয়ে দাঁড়াতে দেখা যায় ব্রাজিলের খেলোয়াড়দের। তাতে লেখা ছিল, আমাদের কালো খেলোয়াড়রা না থাকলে এই জার্সিতে তারকা থাকতো না।

ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি এদনালদো রদ্রিগেজও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাঠে বা বাইরে এই ধরনের আচরণ কোনওভাবেই সহ্য করা হবে না। কিছুদিন আগে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিপোর্ট, ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়