শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও পাকিস্তান টেস্ট সিরিজে সম্ভাবনা নেই : বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুরু হয়েছে জল্পনা ও কল্পনা। কিন্তু সেই জল্পনা ও কল্পনায় পানি ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইর পক্ষ থেকে এক কর্তা জানিয়েছেন, ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবার কোনও সম্ভাবনা আপাতত নেই। ২০০৭ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। ২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেছিলো তারা। এরপর থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না বিশ্ব ক্রিকেটের দুই জনপ্রিয় দল ভারত ও পাকিস্তান।- হিন্দুস্তান টাইমস

সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। শুধুমাত্র আইসিসি বা এসিসির কোন আসরেই দেখা মিলে ভারত ও পাকিস্তান লড়াই। তাই আবারও ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি।

টাইমস অব ইন্ডিয়া ও দ্য টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, নিজেদের মাটিতে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। রিপোর্টে আরও বলা হয়েছে, চলমান টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান সফরে আছেন ইসিবির ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো।

এই সিরিজ চলাকালীন ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দিয়েছে ইসিবি। প্রস্তাবে পিসিবি ইতিবাচক সাড়া দিয়েছে।

ইসিবি জানে, ভারত-পাকিস্তানে সিরিজ মানেই বড় অর্থ প্রাপ্তি। এই দুদলের ম্যাচে স্পনসরশিপ আয় এবং টেলিভিশন দর্শকদের আকর্ষণ অনেক বেশি। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়