শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে দুই দিনব্যাপী সংবর্ধনা পাবেন সাফ জয়ী ৮ নারী ফুটবলার

নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ী বাংলাদেশ দলের আট জন্য সদস্যের বাড়িই ময়মনসিংহ জেলার কলসিন্দুরে। আগামী ২৯ ও ৩০ অক্টোবর ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। ঢাকা ট্রিবিউন

এই আট ফুটবলারকে ঢাকা থেকে ময়মনসিংহে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে কলসিন্দুর ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার এবং ময়মনসিংহের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বোরহান উদ্দিনকে ।

কলসিন্দুর ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার বলেছেন, আগামী বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ঢাকার ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে সকাল ৭টায় ফুটবলাররা সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন। ময়মনসিংহ সদরের সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ মহানগরীর প্রধান সড়ক হয়ে সার্কিট হাউজে আসবেন তারা। দুপুরে লাঞ্চের পরে শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশন যৌথভাবে তাদের সংবর্ধনা দেবে। পরের দিন ৩০ সেপ্টেম্বর পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ ফুটবল দলে প্রতিনিধিত্ব করা ময়মনসিংহের ওই গ্রামের আট ফুটবলার হলেন সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বলে জানান মালা রাণী সরকার। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়